দলে বড় পরিবর্তন দরকার নেই: ক্লপ

গেল মৌসুমে এই খেলোয়াড়দের নিয়েই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল লিভারপুল। সেই দলই এবার দেখছে মুদ্রার উল্টো পিঠ। একের পর এক খেলোয়াড়ের চোটে ছিটকে পড়ার পাশাপাশি বাজে ফর্মেও ভীষণ ভুগছে দলটি। তারপরও আগামী গ্রীষ্মে দলে বড় পরিবর্তনের প্রয়োজন দেখছেন না লিভারপুল কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2021, 12:51 PM
Updated : 27 Feb 2021, 12:51 PM

গত মৌসুমে রেকর্ড গড়ে ৩০ বছর পর লিগ শিরোপা জেতা লিভারপুল এবার শুরু থেকেই ভুগছে। চোটজর্জর দলটি টানা চার ম্যাচ হেরে নেমে গেছে পয়েন্ট তালিকার ছয়ে। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ১৯। ঘরের মাঠে টানা চার ম্যাচ হারা ইয়ুর্গেন ক্লপের দলের শেষ ১১ ম্যাচে জয় কেবল দুটি।

সবশেষ কুঁচকির চোটে দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক জর্ডান হেন্ডারসন। এপ্রিলের আগে তার ফেরা হবে না। একের পর এক ডিফেন্ডার ছিটকে যাওয়ায় রক্ষণে শূন্যতা পূরণে সেন্টার-ব্যাক হিসেবে খেলছিলেন এই মিডফিল্ডার।

হাঁটুতে চোট পাওয়া ভার্জিল ফন ডাইক ও জো গোমেজের মৌসুম প্রায় শেষ। আগামী মৌসুমের আগে ফেরা হবে না জোয়েল মাতিপের। এছাড়া পেশির চোটে ভুগছেন ফাবিনিয়ো, গোড়ালির গাঁটে সমস্যা নাবি কেইতার, জেমস মিলনার বাইরে হ্যামস্ট্রিং চোটে।

ভঙ্গুর দল নিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে রোববার লিগে শেফিল্ড ইউনাইটেড বিপক্ষে খেলবে লিভারপুল। এর আগের দিন সংবাদ সম্মেলনে আগামী দলবদল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের ভাবনা জানান ক্লপ।

“আমার মনে হয় না দল পুনর্গঠনের সময় এসেছে।”

“আসলে এ মৌসুমে এখনও আমরা পুরো স্কোয়াড নিয়ে খেলার সুযোগ পাইনি। আমার মনে হয়, বিষয়টা ভেবে দেখা উচিত। তবে, কিছু পরিবর্তন হবে।”