ব্রাদার্সকে উড়িয়ে জয়ে ফিরল শেখ জামাল

টানা চার ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ের পথে ফিরল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ফরোয়ার্ডদের নৈপুণ্যে ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে শফিকুল ইসলাম মানিকের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2021, 12:45 PM
Updated : 25 Feb 2021, 12:45 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে ৩-১ গোলে জেতে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। তাদের তিন গোলদাতা সুলাইমান সিল্লাহ, ওমর জোবে ও ভালিজনভ ওতাবেক। ব্রাদার্সের একমাত্র গোলটি করেন ফয়সাল মাহমুদ।

১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ জামাল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে নেমে গেছে আবাহনী লিমিটেড।

১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

শুরু থেকে আক্রমণাত্মক খেলা শেখ জামাল এগিয়ে যেতে পারত দশম মিনিটে। ওতাবেকের কর্নারে সিল্লাহর হেড পাসে হেড করেন সলোমন কিংও। ঝাঁপিয়ে পড়ে ফেরান গোলরক্ষক তিতুমীর চৌধুরি।

২২তম মিনিটে জোসেফ নুরের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। প্রথমার্ধে ব্রাদার্সের উল্লেখ করার মতো আক্রমণ ছিল এটিই।

৩৪তম মিনিটে সিল্লাহর দারুণ গোলে এগিয়ে যায় শেখ জামাল। ডান দিক থেকে মনির হোসেনের ক্রস দূরের পোস্টে থাকা সিল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে তিতুমীরের পাশ দিয়ে জাল খুঁজে নেন।

ছয় মিনিটের ব্যবধানে দুটি সুযোগ নষ্ট হয় শেখ জামালের। ৩৭তম মিনিটে গাম্বিয়ার ফরোয়ার্ড কিংয়ের জোরালো শট ফিস্ট করে ফেরান তিতুমীর। আর বিরতির একটু আগে পোস্ট ছেড়ে বেরিয়ে জোবের পথ আগলে দাঁড়ান তিতুমীর। তার মাথার ওপর দিয়ে জোবে শট নিলেও বল পোস্টে লেগে ফেরে।

দুই গাম্বিয়ানের বোঝাপড়ায় ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। কিংয়ের থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান তিতুমীরের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন জোবে।

১২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় একা শীর্ষে ছিলেন বসুন্ধরা কিংসের রবসন দি সিলভা রবিনিয়ো। তার সমান গোল হলো জোবেরও।

কোণঠাসা ব্রাদার্স ৭২তম মিনিটে আবারও গোল খেতে পারত; তবে পোস্টে লেগে প্রতিহত হয় নুরুল আবসারের জোরালো শট। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত ফ্রি কিকে স্কোরলাইন ৩-০ করেন ওতাবেক।

৭৮তম মিনিটে জোসেফের শট ক্রসবার কাঁপালে গোলের অপেক্ষা বাড়ে ব্রাদার্সের। তিন মিনিট পর ফোরকাত জনের ফ্রি কিকে হেডে ব্যবধান কমান ফয়সাল।

১০ ম্যাচে অষ্টম হারের তেতো স্বাদ পাওয়া ব্রাদার্স ২ পয়েন্ট নিয়ে আছে দ্বাদশ স্থানে।

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ২-১ গোলে হারে আরামবাগ ক্রীড়া সংঘ।

১০ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে আরামবাগ। পাঁচ ম্যাচ পর জয়ে ফেরা পুলিশ এফসি ১২ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।