ইংল্যান্ড ছেড়ে জার্মানির হয়ে গেলেন জামাল মুসিয়ালা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2021 08:23 PM BdST Updated: 24 Feb 2021 08:23 PM BdST
-
চ্যাম্পিয়ন্স লিগে লাৎসিওর বিপক্ষে বায়ার্ন মিউনিখের তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালার গোল উদযাপন।
বয়সভিত্তিক ফুটবলে মাঠ মাতিয়েছেন ইংল্যান্ড ও জার্মানির হয়ে। জাতীয় দলের হয়েও খেলার সম্ভাবনা ছিল দুই দলের হয়ে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন তরুণ ফুটবল প্রতিভা জামাল মুসিয়ালা। জার্মানির কোচ ইওয়াখিম লুভের সঙ্গে কথা বলে বায়ার্ন মিউনিখের এই অ্যাটাকিং মিডফিল্ডার জানালেন, ভবিষ্যতে জার্মানির হয়ে খেলতে চান তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক লাৎসিওর বিপক্ষে বায়ার্নের ম্যাচে প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ইংলিশ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন মুসিয়ালা। মঙ্গলবারের ম্যাচটি ৪-১ গোলে জেতে বায়ার্ন।
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ১৭ বছর ৩৬৩ দিন বয়সী মুসিয়ালার চেয়ে কম বয়সে গোল করেছেন কেবল বোয়ান ক্রকিচ (১৭ বছর ২১৭ দিন)।
এর কয়েক ঘণ্টা পর জার্মানির এআরডি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন মুসিয়ালা।
“আমার একটা হৃদয় জার্মানির জন্য, আরেকটা ইংল্যান্ডের জন্য। বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি। তবে শেষ পর্যন্ত আমার মন বলেছে, জার্মানির হয়ে খেলাই হবে সঠিক সিদ্ধান্ত।”
স্টুটগার্টে জন্ম নেওয়া মুসিয়ালা তার যুব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন চেলসিতে। ইংলিশ ক্লাবটিতে যোগ দেন ২০১১ সালে। সেখান থেকে ২০১৯ সালে যোগ দেন বায়ার্নে।
যুব পর্যায়ে ইংল্যান্ড ও জার্মানির হয়ে খেলা মুসিয়ালা লুভের সঙ্গে কথা বলার পর জার্মানির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
“ইওয়াখিম লুভের সঙ্গে আমার খুব ভালো ও খোলামেলা আলোচনা হয়েছে। আমরা মিউনিখে দেখা করেছিলাম এবং খুব পরিষ্কারভাবে তিনি আমাকে জাতীয় দলে জায়গা পাওয়ার পথ দেখান।”
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ