দাপুটে জয়ে শীর্ষস্থান আরও শক্ত করল বসুন্ধরা কিংস

আবারও আলো ছড়ালেন রাউল অস্কার বেসেরা ও রবসন দি সিলভা রবিনিয়ো। প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে দাপুটে জয় পেল বসুন্ধরা কিংস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 11:26 AM
Updated : 24 Feb 2021, 12:32 PM

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বুধবার ৪-০ গোলে জেতে বসুন্ধরা কিংস। জোড়া গোল করেন বেসেরা ও রবিনিয়ো।

১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড।

২৩তম মিনিটে রবিনিয়োর বাড়ানো বল জালে পৌঁছে ২০১৮-১৯ মৌসুমের লিগ চ্যাম্পিয়নদের এগিয়ে নেন বেসেরা। প্রথমার্ধের শেষ দিকে তৌহিদুল আলম সবুজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো।

বসুন্ধরা কিংস-শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচে মাঠে উপস্থিত ছিল উল্লেখযোগ্য সংখ্যক দর্শক।

আগের দুই ম্যাচেও জয়হীন শেখ রাসেল দ্বিতীয়ার্ধেও পারেনি ঘুরে দাঁড়াতে। বরং আরও দুই গোল হজম করে ছিটকে যায় ম্যাচ থেকে।

৭৪তম মিনিটে খালিদ শাফিইয়ের পাস ধরে ব্যবধান বাড়ান বেসেরা। আর্জেন্টিনা বংশোদ্ভূত চিলিয়ান এই ফরোয়ার্ডের লিগে গোল হলো ১০টি।

৮৩তম মিনিটে বেসেরার তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগান রবিনিয়ো। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১২ গোল নিয়ে শীর্ষে উঠে এলেন তিনি।

১১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ওমর জোবে।

১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শেখ রাসেল।