চোটজর্জর দল নিয়েই ঝাঁপিয়ে পড়ার লক্ষ্য রিয়ালের

আক্রমণাত্মক ফুটবলে আতালান্তা ভীষণ পটু। সেখানে চোটের আঘাতে নিজেদের আক্রমণভাগ সাজাতেই লড়াই করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। সের্হিও রামোস-দানি কারভাহালদের অনুপস্থিতিতে রক্ষণ নিয়েও আছে দু:শ্চিন্তা। সবখানেই যেন নেই নেই। তবে, আত্মবিশ্বাসের কোনো কমতি নেই জিনেদিন জিদানের। ভঙ্গুর দল নিয়েই জয়ের ছক কষছেন রিয়াল কোচ। কৌশল আঁটছেন প্রতিপক্ষের মতোই আক্রমণাত্মক ফুটবলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 11:05 AM
Updated : 24 Feb 2021, 11:05 AM

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বুধবার ইতালিয়ান দলটির বিপক্ষে খেলবে রিয়াল। আতালান্তার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

চলতি সেরি আয় এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছে আতালান্তা। অন্যদিকে, মৌসুম জুড়ে বারবার ছন্দ হারানো রিয়াল চোটের কারণে এই ম্যাচে পাচ্ছে না অধিনায়ক সের্হিও রামোস, রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে দলে টানা এদেন আজার ও মৌসুমের সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমাসহ নিয়মিত দলের ৯ ফুটবলারকে।

পরিস্থিতি বিবেচনায় গত মৌসুমেও আক্রমণাত্মক কৌশলে নজর কাড়া ইতালিয়ান দলটির সামনে কী রক্ষণাত্মক কৌশল বেছে নেবে রিয়াল? জবাবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জিদান বলেন আক্রমণাত্মক ফুটবলই খেলবে তার দল।

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। ফাইল ছবি

“যে খেলোয়াড়রা সুস্থ আছে আমরা তাদের নিয়ে ভাবছি। ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি এবং জয়ের চেষ্টা করব। সবসময় আমরা সেই চেষ্টাই করি। অন্যকিছু নিয়ে ভাবিও না আমরা।”

“জানি, দ্বিতীয় লেগ রয়েছে; কিন্তু আমরা এখন শুধু আগামীকালের (বুধবার) ম্যাচ নিয়ে ভাবছি। আমরা ফর্ম ধরে রাখতে চাই। ম্যাচটি কতটা কঠিন হবে, তা জানি। তবে এখন আমাদের পূর্ণ মনোযোগ ভালো একটি ম্যাচ খেলা।”

চ্যাম্পিয়ন্স লিগে ২০১৮ সালে রেকর্ড টানা তৃতীয় শিরোপা জয়ের পর গত দুই আসরে শেষ ষোলোর বাধা পেরুতে পারেনি রিয়াল। গতবার তারা বিদায় নিয়েছিল ম্যানচেস্টার সিটির কাছে হেরে। তার আগের মৌসুমে আয়াক্স থামিয়েছিল প্রতিযোতার রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের যাত্রা।

গত মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেই কোয়ার্টার-ফাইনালে উঠেছিল আতালান্তা। চলতি ঘরোয়া লিগে ২৩ ম্যাচে ৫৩ গোল করা দলটি সবশেষ ম্যাচে নাপোলিকে হারিয়েছে ৪-২ গোলে।

সাম্প্রতিক সময়ে রিয়ালের পারফরম্যান্সও বেশ ভালো। চোটের অনেক আঘাত নিয়েও লা লিগায় শেষ চার ম্যাচে জিতেছে দলটি। এর মধ্যে শেষ তিনটিতে গোলও খায়নি তারা।