গলফ ফেরার আসরে সেরা সিদ্দিকুর

করোনাভাইরাসের কারণে লম্বা বিরতির পর কোর্সে ফিরল গলফ। চেনা আঙিনায় ফিরলেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ডের দারুণ পারফরম্যান্সে প্যারাগন প্রফেশনাল গলফের শিরোপা জিতে ফেরাটা রাঙিয়ে রাখলেন দেশসেরা এই গলফার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 10:57 AM
Updated : 24 Feb 2021, 10:57 AM

আর্মি গলফ কোর্সে বুধবার তৃতীয় ও শেষ রাউন্ডে সাতটি বার্ডি ও চারটি বোগি করেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে সেরা হয়েছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

শুরুর দুই রাউন্ডে সিদ্দিকুরের পারফরম্যান্স ছিল সাদামাটা। প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে দ্বিতীয় স্থানে ছিলেন। দ্বিতীয় রাউন্ডে তিনটি বার্ডি ও দুটি বোগি করেন সিদ্দিকুর উঠে আসেন শীর্ষে।

তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলা জামাল হোসেন মোল্লা সব মিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলেছেন। প্রতিযোগিতা শেষ করেছেন দ্বিতীয় হয়ে।

প্রথম রাউন্ডে শীর্ষে থাকা আকবর হোসেন সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে তৃতীয় হয়েছেন।