জিরুদের গোলে আতলেতিকোকে হারাল চেলসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2021 04:01 AM BdST Updated: 24 Feb 2021 04:27 AM BdST
লা লিগায় হঠাৎ ছন্দ হারানো আতলেতিকো মাদ্রিদ ভুগল চ্যাম্পিয়ন্স লিগেও। পুরো ম্যাচে লক্ষ্যে রাখতে পারল না একটা শটও। দিয়েগো সিমেওনের দলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে রইল চেলসি।
রোমানিয়ার রাজধানী বুখারেস্টে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন অলিভিয়ে জিরুদ।
ম্যাচটি হওয়ার কথা ছিল মূলত মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয়। কিন্তু করোনাভাইরাসের বিস্তার রোধে স্পেন সরকার ভ্রমণের ওপর বিধিনিষেধ জারি করায় ম্যাচটি বুখারেস্টে সরিয়ে নেওয়া হয়।
পঞ্চদশ মিনিটে দারুণ এক সুযোগ আসে আতলেতিকোর তুমা লিমাঁর সামনে। ডান দিক থেকে লুইস সুয়ারেসের পাসে ছুটে গিয়ে দূরের পোস্টে ঠিকমতো বলে পা ছোঁয়াতে পারেননি এই ফরাসি মিডফিল্ডার।
প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। অধিকাংশ সময় বল দখলে রাখা চেলসি ৩৯তম মিনিটে এগিয়ে যেতে পারত। টিমো ভেরনারের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক ইয়ান ওবলাক।

৬৮তম মিনিটে জয়সূচক গোলটি পায় চেলসি। ডি-বক্সে আতলেতিকোর ডিফেন্ডার মারিও এরমেসোর পায়ে লেগে বল ওপরে ওঠার পর অসাধারণ ওভারহেড কিকে জাল খুঁজে নেন জিরুদ। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।
আসরে ফরাসি ফরোয়ার্ডের এটি ষষ্ঠ গোল। গ্রুপ পর্বে এক ম্যাচেই তিনি চার গোল করেছিলেন সেভিয়ার বিপক্ষে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে হারল আতলেতিকো। লা লিগায় গত রাউন্ডে লেভান্তের বিপক্ষে ২-০ গোলে হারে তারা। লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও শেষ চার ম্যাচে তাদের জয় কেবল একটি।
চেলসির মাঠে আগামী ১৭ মার্চ ফিরতি লেগে খেলবে আতলেতিকো।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র