রিয়ালের বিপক্ষে খেলার ধরন বদলাবে না আতালান্তা

গত মৌসুমে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে সবার নজর কেড়েছিল আতালান্তা। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেই উঠেছিল কোয়ার্টার-ফাইনালে। এবার নকআউট পর্বের শুরুতে তাদের সামনে প্রতিযোগিতাটির সফলতম দল রিয়াল মাদ্রিদ। তবে প্রতিপক্ষ যেই হোক, খেলার ধরনে পরিবর্তন আনতে নারাজ আতালান্তা কোচ জান পিয়েরো গাসপেরিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2021, 05:05 PM
Updated : 23 Feb 2021, 05:05 PM

শেষ ষোলোর প্রথম লেগে বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় নিজেদের মাঠে ১৩ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে আতালান্তা। এর আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের খেলার ধরন নিয়ে কথা বলেন গাসপেরিনি।

“আমরা আমাদের ধরন পরিবর্তন করতে পারি না, যা আমাদের চ্যাম্পিয়ন্স লিগে উঠতে এবং ইতালিতে প্রতিদ্বন্দ্বিতা করতে ভূমিকা রেখেছে।”

“আমরা দলকে পরিবর্তন করব না। তবে আমাদের মনোযোগী ও সতর্ক হতে হবে। সেরা দলকে আমরা চ্যালেঞ্জ জানাতে চাই। আমরা মনে করি, সঠিক সময়ে আমাদের সেরাটা দিতে হবে।” 

চোটের জন্য গোলরক্ষকের বাইরে নিয়মিত দলের কেবল ১১ জন ফুটবলারকে এই ম্যাচে পাচ্ছে রিয়াল। অধিনায়ক সের্হিও রামোস, করিম বেনজেমা, এদেন আজার, মার্সেলো, দানি কারভাহালরা রয়েছেন মাঠের বাইরে।

তবে লা লিগায় সবশেষ চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠেছে জিনেদিন জিদানের দল। এর মধ্যে শেষ তিনটিতে তারা হজম করেনি কোনো গোল। চোটে খেলোয়াড় হারালেও প্রতিপক্ষকে নিয়ে তাই সতর্ক আতালান্তা কোচ। 

“আমাদের লক্ষ্য জয়। তবে আমাদের সতর্ক থাকতে হবে। চোটে খেলোয়াড় হারানোর পরও তাদের মনোযোগী দল হিসেবেই আমরা দেখতে পাব।”

আতালান্তাও বেশ ছন্দে আছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা জিতেছে শেষ তিন ম্যাচে। টানা পাঁচ ম্যাচে আছে অপরাজিত।

সেরি আয় গত রোববার নাপোলিকে ৪-২ ব্যবধানে হারিয়ে তালিকার পাঁচ নম্বরে ওঠে তারা। ওই ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অবদান রাখেন স্ট্রাইকার লুইস মুরিয়েল। রিয়ালের বিপক্ষে সতীর্থদের সেরাটা উজাড় করে দেওয়ার আহ্বান জানালেন তিনি।

“আমরা যদি আমাদের সর্বোচ্চটা দিতে পারি এবং নিজেদের ওপর বিশ্বাস রাখি তাহলে যে কাউকে আমরা হারাতে পারি। আমরা জানি, যেভাবে খেলছি আমরা শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।”