স্বস্তির জয় চট্টগ্রাম আবাহনীর
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2021 06:12 PM BdST Updated: 23 Feb 2021 06:35 PM BdST
-
গোলের পর চট্টগ্রাম আবাহনীর ফুটবলারদের উদযাপন।
শুরুতেই গোলের দেখা পাওয়া চট্টগ্রাম আবাহনীকে পাল্টা জবাব দিতে পারেনি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। তাদের হারিয়ে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে বন্দরনগরীর দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রিমিয়ার লিগে রহমতগঞ্জকে ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধে চিনেডু ম্যাথিউ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন মান্নাফ রাব্বী।
১০ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। এক ম্যাচ কম খেলা রহমতগঞ্জ ৮ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।
সপ্তম মিনিটে এগিয়ে যায় আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে জয়ে ফেরা চট্টগ্রাম আবাহনী। রাকিব হোসেনের থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারদের ছিটকে দিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ম্যাথিউ।
ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা রহমতগঞ্জ দ্বিতীয়ার্ধেও পারেনি ঘুরে দাঁড়াতে। উল্টো ৮৩তম মিনিটে আবার গোল হজম করে বসে। তাতে লিগে পঞ্চম হার অনেকটাই নিশ্চিত হয়ে যায় তাদের।
ডি-বক্সের ভেতর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মে ক্রস বাড়িয়েছিলেন ডান দিকে ফাঁকায় থাকা রাব্বীর উদ্দেশে। বল বাতাসে ভেসে থাকা অবস্থায় একটু লাফিয়ে উঠে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট ২২।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র