সাদামাটা শুরু সিদ্দিকুরের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2021 07:28 PM BdST Updated: 22 Feb 2021 07:28 PM BdST
-
গলফার সিদ্দিকুর রহমান। ফাইল ছবি
দীর্ঘ প্রতিক্ষার অবসান হলো। করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার পর গলফের চেনা আঙিনায় ফিরলেন সিদ্দিকুর-আকবর হোসেনরা। প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্টে অবশ্য দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের শুরুটা হয়েছে সাদামাটা।
আর্মি গলফ কোর্সে সোমবার প্রথম রাউন্ডে পাঁচটি বার্ডি, চারটি বোগি এবং একটি করে ইগলস ও ডাবল বোগি করেন সিদ্দিকুর। পারের চেয়ে এক শট কম খেলে লিডারবোর্ডে দ্বিতীয় স্থানে আছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
পাঁচটি বার্ডি ও দুটি বোগি করা আকবর হোসেন পারের চেয়ে তিন শট কম খেলে লিডারবোর্ডে আছেন শীর্ষে। পারের সমান শট খেলে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ রাসেল ওবাদল মিয়া।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে খেলাধুলা বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এরই মধ্যে ফুটবল, ক্রিকেট, হকিসহ বেশ কিছু খেলা মাঠে ফিরেছে। প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্ট দিয়ে কোর্সে ফিরল গলফ।
আরও পড়ুন
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
- অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন