‘এই রেকর্ড যাত্রাও একদিন থামবে’

বাজে সময় পেছনে ফেলে এখন যেন উড়ছে ম্যানচেস্টার সিটি। অন্যরা যখন নিয়মিত পয়েন্ট হারাচ্ছে তখন জয়ের রেকর্ড গড়ে যাচ্ছে দল। দলের এমন দারুণ ছন্দে নিজেও বিস্মিত সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। তবে স্প্যানিশ এই কোচ হাঁটছেন সতর্কতায়। ভালো করেই জানেন, একদিন থামবে এই জয়যাত্রা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2021, 10:41 AM
Updated : 22 Feb 2021, 10:41 AM

রাহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে লিগে রোববার আর্সেনালকে ১-০ গোলে হারায় সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের রেকর্ড বাড়িয়ে নেওয়া টানা অষ্টাদশ জয়। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দশ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা।

গুয়ার্দিওলার দল সবশেষ হেরেছিল গত নভেম্বরে, লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। এরপর থেকে এই প্রতিযোগিতায় তারা জিতেছে টানা ১৩ ম্যাচ। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯।

প্রিমিয়ার লিগে রোববার আর্সেনালকে ১-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলে এটি তাদের টানা ১৮তম জয়।

তবে এটা ধরে রাখা যে কঠিন তা জানেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শেষে সেটাই মনে করিয়ে দিলেন তিনি।

“মানুষ কেবল জয় ও রেকর্ড নিয়ে কথা বলে কিন্তু কাজটি করতে এই ধরনের অনেক অনেক ম্যাচ জিততে হয়।”

“এই রেকর্ড পথচলাও একদিন থামবে, আমরা ম্যাচ হারব।…আমি বিস্মত ও মুগ্ধ, বিশেষ করে যখন বিশ্বের সবাই ভুগছে, লিগের দলগুলো পয়েন্ট হারাচ্ছে, সেখানে গত দুই মাস ধরে আমরা ছিলাম ধারাবাহিক।”