ক্লপের দুশ্চিন্তা বাড়ালেন হেন্ডারসন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2021 08:03 PM BdST Updated: 21 Feb 2021 08:11 PM BdST
-
এভারটনের বিপক্ষে প্রথমার্ধে চোট পান জর্ডান হেন্ডারসন।
খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া লিভারপুল ধাক্কা খেয়েছে আরেকটি। এবার চোট পেয়েছেন দলটির অধিনায়ক জর্ডান হেন্ডারসন। একের পর এক ডিফেন্ডার ছিটকে যাওয়ায় সম্প্রতি সেন্টার-ব্যাক হিসেবে খেলছিলেন এই মিডফিল্ডার।
প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠে এভারটনের বিপক্ষে ২-০ ব্যবধানে হারা ম্যাচের ২৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন হেন্ডারসন।
৩০ বছর বয়সী এই ইংলিশের চোটের বিষয়ে এখনও কিছু জানায়নি অ্যানফিল্ডের দলটি। তবে চোটের ধরণ ভালো কিছুর আভাস দিচ্ছে না বলে জানান কোচ ইয়ুর্গেন ক্লপ।
“এটা কুঁচকি বা অ্যাবডাক্টরে হয়েছে এবং চিকিৎসক দলের কেউ এটা নিয়ে ইতিবাচক নয়। এটা ভালো দেখাচ্ছে না। তবে আগামীকালের (সোমবার) স্ক্যানের জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে।”
দলটির চোট পাওয়া খেলোয়াড়দের তালিকায় ভার্জিল ফন ডাইক, জোয়েল মাতিপ, জো গোমেজ ও ফাবিনিয়োর পর যোগ হলেন হেন্ডারসন।
মৌসুম শেষ হয়ে গেছে ডিফেন্ডার মাতিপের। বাকি দুই ডিফেন্ডার গোমেজ ও ফন ডাইক দীর্ঘ দিন ধরেই অনুপস্থিত।
মাঠের সময়টাও ভালো যাচ্ছে না লিভারপুলের। ১৯২৩ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে হেরেছে টানা চার ম্যাচ। লিগে গতবারের চ্যাম্পিয়নদের সবশেষ ১১ ম্যাচে জয় কেবল দুটি।
পয়েন্ট তালিকায় লিভারপুল নেমে গেছে ছয়ে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্টে এগিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র