সাউথ্যাম্পটনের মাঠে চেলসির হোঁচট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2021 08:28 PM BdST Updated: 20 Feb 2021 08:52 PM BdST
-
-
ম্যাসন মাউন্টের স্পট কিকে সাউথ্যাম্পটনের মাঠে হার এড়ায় চেলসি।
প্রথমার্ধে পিছিয়ে পড়া চেলসি বিরতির পর ঘুরে দাঁড়াল বটে, কিন্তু শেষ রক্ষা হলো না। টমাস টুখেলের দলকে রুখে দিল সাউথ্যাম্পটন।
প্রতিপক্ষের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ১-১ ড্র করেছে চেলসি। তাকুমি মিনামিনোর গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ম্যাসন মাউন্ট।
লিগে টানা চার জয়ের পর পয়েন্ট হারাল চেলসি। টানা ছয় হারের বৃত্ত ভাঙল সাউথ্যাম্পটন। গত অক্টোবরে দুই দলের প্রথম দেখায় চেলসির মাঠে ৩-৩ গোলে ড্র হয়েছিল।
ষষ্ঠ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় চেলসি। ডান দিক থেকে রিস জেমসের ক্রস ডি-বক্সে খুঁজে পায় মার্কোস আলোনসোকে। কিন্তু ভলিতে বল পোস্টের বাইরে দিয়ে মারেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে এগিয়ে থাকা চেলসি ৩৩তম মিনিটে গোল খেয়ে বসে। প্রথমবার আক্রমণে উঠে গোলের উদ্দেশে প্রথম শটেই সাফল্য পায় সাউথ্যাম্পটন। ন্যাথান রেডমন্ডের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার বাধা এড়িয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান মিনামিনো।

ম্যাসন মাউন্টের স্পট কিকে সাউথ্যাম্পটনের মাঠে হার এড়ায় চেলসি।
৫৪ত মিনিটে সফল স্পট কিকে চেলসিকে সমতায় ফেরান মাউন্ট। সাউথ্যাম্পটনের ফরোয়ার্ড ড্যানি ইঙ্গস ইংলিশ এই মিডফিল্ডারকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
৭১তম মিনিটে ভাগ্যের ফেরে আবার এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। ইয়ানিক ভেস্টাগার্ডের হেডে বল লাগে ক্রসবারে।
৮৫তম মিনিটে চেলসিকে এগিয়ে নেওয়ার ভালো সুযোগ কাজে লাগাতে পারেননি জেমস। মাউন্টের ক্রস দূরের পোস্টে পেয়ে উড়িয়ে মারেন তিনি।
২৫ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে সাউথ্যাম্পটন।
২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ৪৬ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে ও লেস্টার সিটি তিনে আছে।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও