সব শেষ হয়ে যায়নি, মেসিদের কুমান

কঠিন সময় পেরিয়ে সবে ছন্দে ফেরার আভাস মিলছিল বার্সেলোনার খেলায়। এমন সময়ে কাম্প নউয়ে তাদের কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দিয়েছে পিএসজি। ঘরের মাঠে বড় ব্যবধানে হারে সব কিছুর শেষ দেখছেন না রোনাল্ড কুমান। বার্সেলোনা কোচ লিওনেল মেসিদের দিয়েছেন, ভুল থেকে শিক্ষা নেওয়ার তাগিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2021, 02:02 PM
Updated : 20 Feb 2021, 02:02 PM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ গোলে সেই হারের পর রোববার প্রথম মাঠে নামবে কাতালান ক্লাবটি। লা লিগায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ঘরের মাঠে কাদিসের মুখোমুখি হবে তারা। এর আগের দিন কুমানের সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এলো পিএসজি ম্যাচের প্রসঙ্গ।

আগের আসরে এক লেগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার নকআউট পর্বের শুরুতেই ঘরের মাঠে এই হার। মেসি-জেরার্দ পিকেদের চাঙা করতে কী বলেছিলেন কোচ?

“ম্যাচ শেষে বলেছিলাম, এই হারে সবকিছু শেষ হয়ে যায়নি। ম্যাচটা আমাদের বিশ্লেষণ করতে হবে, ভুলগুলো খুঁজে বের করতে হবে এবং উন্নতি করতে হবে।”

“সেদিন বল পায়ে আমরা ভালো খেলিনি এবং প্রতিপক্ষকে প্রতি আক্রমণের অনেক সুযোগ দিয়েছিলাম। আশা করি, আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি জিতব।”   

২০১৬-১৭ আসরে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। কিন্তু ফিরতি পর্বে কাম্প নউয়ে ৬-১ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ানোর রূপকথার এক গল্প লিখেছিল লুইস এনরিকের দল।

আরও একটি হতাশময় মৌসুম কাটছে বার্সেলোনার।

চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও কোপা দেল রে থেকেও বিদায়ের শঙ্কা বার্সেলোনার সামনে। ফাইনালে যেতে ফিরতি পর্বে সেভিয়াকে হারাতে হবে ৩-০ গোলে। পিএসজির মাঠে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানো যে ভীষণ রকমের কঠিন তা বোঝেন কুমান। তবে ঘরের মাঠে কোপা দেল রেতে কাজটা সেই তুলনায় সহজ বলে মনে করেন তিনি।

“আমরা এখনও তিনটি প্রতিযোগিতায় রয়েছি। চ্যাম্পিয়ন্স লিগ খুব কঠিন হয়ে পড়েছে, কিন্তু উজ্জ্বীবিত ফুটবল খেলতে পারলে কোপায় আমাদের ঘুরে দাঁড়ানো সম্ভব।”

“লা লিগায় আমরা ভালো ছন্দে আছি, কিন্তু এটা নির্ভর করছে শীর্ষে থাকা দলের ওপর। আমি খুব নেতিবাচক নই। আমরা বার্সা এবং ঘুরে দাঁড়ানোর মতো খেলোয়াড় আমাদের আছে।”

লিগ পুনরুদ্ধারের অভিযানে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার তিনে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৯।