ব্র্যাডির স্বপ্ন গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ওসাকা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2021 06:18 PM BdST Updated: 20 Feb 2021 06:31 PM BdST
প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালকে শিরোপার আনন্দে রাঙাতে পারলেন না যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডি। তার আশা মাড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের চ্যাম্পিয়ন হলেন জাপানের নাওমি ওসাকা।
অস্ট্রেলিয়ান ওপেনে ওসাকার এটি দ্বিতীয় আর ক্যারিয়ারে চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শনিবারের ফাইনালে ২২তম বাছাই ব্র্যাডিকে ৬-৪, ৬-৩ গেমে উড়িয়ে দেন তৃতীয় বাছাই ওসাকা।
এ নিয়ে চারবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে প্রতিবারই চ্যাম্পিয়ন হলেন ২৩ বছর বয়সী এই তারকা।
প্রথমবার এত বড় মঞ্চে খেলতে নেমে ব্র্যাডি শুরুর দিকে ভুল করে বসেন কিছু। শুরুতেই ব্রেক পয়েন্ট আদায় করে নেওয়া ওসাকা দ্বিতীয় সেটে ডাবল ব্রেকে এগিয়ে যান ৪-০ ব্যবধানে। এরপর ২৫ বছর বয়সী ব্র্যাডি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি।

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে অপরাজিত ওসাকা সব মিলিয়ে জিতলেন টানা ২১ ম্যাচ। এর আগে মেলবোর্ন পার্কে তিনি শিরোপা জিতেছিলেন ২০১৯ সালে। চার গ্র্যান্ড স্ল্যামের বাকি দুটি জেতেন ২০১৮ ও ২০২০ ইউএস ওপেনে।
গত ইউএস ওপেন ওসাকা জিতেছিলেন দর্শকশূন্য স্টেডিয়ামে। এবার সাড়ে ৭ হাজার দর্শক প্রবেশের অনুমতি ছিল। ফাইনালে দর্শক থাকায় বাড়তি রোমাঞ্চ ছুঁয়ে গেছে তাকে।
“মাঠে দর্শক থাকার অনুভূতিটা দারুণ। আগের গ্র্যান্ড স্ল্যাম খেলেছিলাম দর্শকদের ছাড়াই। তাদের প্রাণশক্তি সঙ্গে থাকা মানে অনেক কিছু।”
র্যাঙ্কিং হালনাগাদ হলে তালিকার দুই নম্বরে উঠে আসবেন ওসাকা।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন