জিদানের দুশ্চিন্তা বাড়ালেন বেনজেমা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2021 03:30 PM BdST Updated: 20 Feb 2021 05:57 PM BdST
একের পর এক চোটে জেরবার রিয়াল মাদ্রিদ খেল আরেকটি ধাক্কা। কোচ জিনেদিন জিদানের দুশ্চিন্তা বাড়িয়ে এবার ছিটকে গেলেন দলটির তারকা ফুটবলার করিম বেনজেমা।
লা লিগায় শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় রিয়াল খেলবে স্বাগতিক রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে। এই ম্যাচে বেনজেমার দলে না থাকার বিষয়টি শুক্রবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন জিদান। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আতালান্তার বিপক্ষেও ফরাসি স্ট্রাইকারের দলে থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
শুক্রবার দলের অনুশীলনে ছিলেন না মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ১৭ গোল করা বেনজেমা। স্থানীয় গণমাধ্যমের খবর, গোড়ালির গাঁটের সমস্যায় ভুগছেন তিনি।
৩৩ বছর বয়সী এই ফুটবলারের সুস্থ হয়ে ফিরতে কতদিন সময় লাগবে, তা জানেন না জিদান।
“আগামীকাল (শনিবার) সে খেলবে না। তার একটু সমস্যা ছিল, গতকাল (বৃহস্পতিবার) তা আরও বেড়েছে। আগামীকাল সে দলের সঙ্গে থাকবে না।”
“তার অবস্থা বুঝতে আগামী সপ্তাহ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।”
বেনজেমাকে নিয়ে রিয়াল শিবিরে চোট পাওয়া ফুটবলারের সংখ্যা হলো ৯। অধিনায়ক সের্হিও রামেস ও তারকা ফরোয়ার্ড এদেন আজারও রয়েছেন এই তালিকায়।
শিরোপা ধরে রাখার অভিযানে ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে রিয়াল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্টে এগিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র