‘এমবাপের অনিশ্চিত ভবিষ্যতের সমাধান শিগগিরই’

কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন অনেক দিনের। চুক্তি নবায়নের বিষয়ে দু’পক্ষের আলোচনায় এখনও তেমন কোনো অগ্রগতি নেই বলে গণমাধ্যমের খবর। ফরাসি এই ফরোয়ার্ডও ভাবছেন ভবিষ্যৎ নিয়ে। সব মিলিয়ে, আগামীতে পিএসজিতে তার থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে সমাধান শিগগিরই হবে বলে জানালেন দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2021, 12:35 PM
Updated : 19 Feb 2021, 12:35 PM

২০১৭-১৮ মৌসুমে পিএসজিতে যোগ দেওয়া এমবাপে দলটির অনেক সাফল্যের কারিগর। দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন প্রতিনিয়ত। তার হ্যাটট্রিকেই গত মঙ্গলবার কাম্প নউয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম লেগে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দেয় পিএসজি।

সেই ম্যাচ শেষে এমবাপে মন্তব্য করেছিলেন, এক ম্যাচের পারফরম্যান্স দিয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে তার জন্য বোকামি।

এমবাপের সঙ্গে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি আছে পিএসজির। ফরাসি চ্যাম্পিয়নরা নতুন চুক্তিতে না গেলে অনেক বড় দলই এমবাপেকে দলে নিতে মুখিয়ে আছে বলে গণমাধ্যমের খবর।

কাতালুনিয়া রেডিও প্রোগ্রাম তোত কস্তাতে অবশ্য পচেত্তিনো জানান, এসবের আগেই সব ঠিক হয়ে যাবে।

“এমবাপেকে খুশি করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে পারে পিএসজি। আমার মনে হয়, খুব শিগগিরই বিষয়টি পরিস্কার হয়ে যাবে।”

২০১৮ বিশ্বকাপজয়ী ফান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য এমবাপে চলতি মৌসুমে পিএসজির হয়ে ২৯ ম্যাচে ২১ গোল করেছেন। চার মৌসুমে দলটির হয়ে তার গোল ১১৬টি। পচেত্তিনোর মতে, নিজের সামর্থ্য এরই মধ্যে দেখিয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড।

“আমাদের কোনো সন্দেহ নেই, বয়স কম হলেও এমবাপে বিশ্বের দুর্দান্ত ফুটবলারদের একজন। সে এর মধ্যেই অসাধারণ অনেক কিছু করেছে।”