সেরেনার স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে ওসাকা

টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে এবারও ছোঁয়া হলো না সেরেনা উইলিয়ামসের। যুক্তরাষ্ট্রের এই তারকাকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন জাপানের নাওমি ওসাকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2021, 09:21 AM
Updated : 18 Feb 2021, 09:21 AM

মেলবোর্নে বৃহস্পতিবার সেমি-ফাইনালে ৩৯ বছর বয়সী সেরেনাকে ৬-৩, ৬-৪ গেমে হারান তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকা। টানা ২০ ম্যাচ জিতলেন তিনি।

এককে সেরেনা সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ২০১৭ সালে, অস্ট্রেলিয়ান ওপেন। পরের বছর ২০১৮ ইউএস ওপেনের ফাইনালে উঠলেও হেরে যান ওসাকার বিপক্ষে। ওসাকা পেয়েছিলেন ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ।

সেই থেকে মাঝে আরও তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেও কোর্টকে ছোঁয়ার অপেক্ষা ফুরোয়নি তার।

ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে উচ্ছ্বসিত জেনিফার ব্র্যাডি।

অস্ট্রেলিয়ান ওপেনে এবারই প্রথম সেমি-ফাইনালে হেরে গেলেন সেরেনা। আগের সাতবারের প্রতিটিতেই ফাইনালে ওঠে শিরোপাও জিতেছিলেন তিনি।

গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে কখনোই হারেননি ওসাকা। সেই ধারা ধরে রাখার লক্ষ্যে তৃতীয় বাছাই এই তারকা আগামী শনিবার শিরোপা লড়াইয়ে নামবেন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডির বিপক্ষে।

একই দিন চেক রিপাবলিকের কারোলিনা মুচোভাকে ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন ব্র্যাডি।

২০২০ ইউএস ওপেনের সেমি-ফাইনালে তিন সেটের লড়াইয়ে ব্র্যাডিকে হারিয়েছিলেন ওসাকা।