৪ ম্যাচ পর জয়ে ফিরল চট্টগ্রাম আবাহনী

ব্যর্থতার বৃত্ত থেকে অবশেষে বেরিয়ে এলো চট্টগ্রাম আবাহনী। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে বন্দরনগরীর দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2021, 02:13 PM
Updated : 17 Feb 2021, 02:13 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ১-০ গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধে জয়সূচক একমাত্র গোলটি করেন মান্নাফ রাব্বী।

টানা চার ম্যাচ জয়হীন থাকার পর জেতা চট্টগ্রাম আবাহনী ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। টানা চতুর্থ হারের তেতো স্বাদ পাওয়া ব্রাদার্সের পয়েন্ট ১; লিগ টেবিলে আছে ১২তম স্থানে।

প্রথমার্ধে দুই দলের খেলায় ছিল না তেমন কোনো আক্রমণের ধার। ৭২তম মিনিটে অবশেষে গোলের অপেক্ষা ফুরায় চট্টগ্রাম আবাহনীর। ডি-বক্সের জটলার ভেতর থেকে লক্ষ্যভেদ করেন রাব্বী।

এগিয়ে যাওয়ার পর ব্রাদার্সের রক্ষণে চাপ ধরে রাখে চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডান দিক থেকে সোহেল রানার জোরালো শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি।

দিনের অন্য ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে ১-০ গোলে জিতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আট ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে তারা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে পুলিশ এফসি।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ২-০ গোলে জিতে মোহামেডান। নয় ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে লেনের দল। আট ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ৮।