‘মেসি-রোনালদোর পর্যায়ে যাবে এমবাপে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2021 05:10 PM BdST Updated: 17 Feb 2021 06:39 PM BdST
-
পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে আটকাতে পারেনি বার্সেলোনা।
-
বল দখলের লড়াইয়ে পিএসজি মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস (বামে) ও বার্সেলোনা ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান।
সামর্থ্যের প্রমান টিনএজ বয়স থেকেই দিয়ে আসছেন কিলিয়ান এমবাপে। এবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্সের পর প্রশংসার জোয়ারে ভাসছেন পিএসজির এই ফরাসি ফরোয়ার্ড। জাতীয় দলের সতীর্থ অঁতোয়ান গ্রিজমানের মতে, এমবাপে একদিন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পর্যায়ে যাবে।
কাম্প নউয়ে মঙ্গলবার প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ গোলে উড়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে মেসির গোলে পিছিয়ে পড়ার পর দলকে পথ দেখান এমবাপে। গোল হজমের পাঁচ মিনিটের মাথায় তা শোধ করে দ্বিতীয়ার্ধে জোড়া গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১৯৯৭ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন এমবাপে। এর আগে দিনামো কিয়েভের হয়ে বার্সেলোনার মাঠে ম্যাচে তিন গোল করেছিলেন আন্দ্রে শেভচেঙ্কো।

বল দখলের লড়াইয়ে পিএসজি মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস (বামে) ও বার্সেলোনা ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান।
“কিলিয়ানের জন্য রাতটা দুর্দান্ত কাটল।”
“ভবিষ্যতের জন্য পিএসজির একজন তারকা খেলোয়াড় রয়েছে, যে একদিন লিও মেসি বা ক্রিস্তিয়ানো রোনালদোর পর্যায়ে পৌঁছাবে।”
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দ্রুত ৪ উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন