পোর্তোয় ভুল শুধরে সাফল্যের আশায় ইউভেন্তুস

গত তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান ভালো হয়নি ইউভেন্তুসের। বিদায় নিতে হয়েছে শেষ ষোলো কিংবা কোয়ার্টার-ফাইনাল থেকে। এবার নকআউট পর্বের শুরুতে তাই সতর্ক জর্জো কিয়েল্লিনি। অতীতের ভুল থেকে শিক্ষা নিতে সতীর্থদের আহ্বান জানালেন ইউভেন্তুস অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2021, 05:46 PM
Updated : 16 Feb 2021, 05:46 PM

ইউরোপ সেরার প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় পোর্তোর মাঠে খেলবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

গত মৌসুমে এই রাউন্ডে লিওঁর মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল ইউভেন্তুস। ফিরতি পর্বে ঘরের মাঠে তারা ২-১ গোলে জিতলেও অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় ফরাসি ক্লাবটি। 

এর আগের মৌসুমে শেষ আটে প্রথম লেগে আয়াক্সের মাঠে ড্রয়ের পর ফিরতি পর্বে নিজেদের মাঠে হেরে বিদায় নেয় তুরিনের দলটি। আর ২০১৭-১৮ মৌসুমে শেষ আটে প্রথম লেগে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় তারা। ফিরতি পর্বে ৩-১ গোলে জিতলেও পরের রাউন্ডে যাওয়া হয়নি তাদের। 

কিছুদিন আগে যেমন, ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে প্রথম লেগে ইন্টার মিলানের মাঠে ২-১ গোলে জয়ের পর ফিরতি পর্বে গোলশূন্য ড্র করে ফাইনালে পা রাখে ইউভেন্তুস।

দলটির সাম্প্রতিক পারফরম্যান্সও খুব ভালো নয়। সবশেষ গত শনিবার সেরি আয় যেমন নাপোলির বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। সবকিছু মিলে চ্যাম্পিয়ন্স লিগে কাজটা আরও কঠিন হবে বলে মনে করেন কিয়েল্লিনি। 

“মানসিক দিক থেকেও আগামীকালের ম্যাচটি কঠিন হবে। ইতালিয়ান কাপে ইন্টারের বিপক্ষেও আমাদের একই রকম অভিজ্ঞতা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ আরও কঠিন। কারণ প্রতিপক্ষ সম্পর্কে আমরা কম জানি।”

“সাম্প্রতিক বছরগুলোয় আমরা যে ভুলগুলো করেছি, সেগুলোর পুনরাবৃত্তি করা যাবে না। কারণ সেগুলোর চড়া মূল্য দিতে হয়েছে আমাদের।”

অবশ্য লিগে সবশেষ ম্যাচের হার চ্যাম্পিয়ন্স লিগে প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস ইতালিয়ান ডিফেন্ডার কিয়েল্লিনির।

“শনিবারের ম্যাচ আমাদের প্রভাবিত করবে না...প্রতিযোগিতা দুটি আলাদা।”