‘রিয়াল টার্গেট’ আলাবা বায়ার্ন ছাড়ছেন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2021 09:08 PM BdST Updated: 16 Feb 2021 09:08 PM BdST
-
ডাভিড আলাবা
বায়ার্ন মিউনিখে ১৩ বছরের অধ্যায় শেষ হতে যাচ্ছে ডাভিড আলাবার। চলতি মৌসুম শেষে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন এই অস্ট্রিয়ান ডিফেন্ডার।
এতে ২৮ বছর বয়সী এই ফুটবলারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে যে গুঞ্জন চলছে, তা নতুন মাত্রা পেল।
বুন্ডেসলিগায় ঘরের মাঠে সোমবার আর্মিনিয়ার বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচের পরের দিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মৌসুম শেষে বায়ার্ন ছাড়ার ঘোষণা দেন আলাবা।
“এই মৌসুম শেষে নতুন কিছু করব, ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
“এটা সহজ কোনো সিদ্ধান্ত ছিল না, কারণ ১৩ বছর ধরে এখানে আছি। এটা আমার হৃদয়ের ক্লাব।”
মূলত ডিফেন্ডার হলেও মিডফিল্ডার হিসেবেও সমান কার্যকর আলাবা নতুন ঠিকানার বিষয়ে কিছু বলেননি। তবে স্পেনের কয়েকটি পত্রিকার খবর, রিয়ালেই যোগ দিতে যাচ্ছেন তিনি। গত জানুয়ারিতে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা জানিয়েছিল, এরই মধ্যে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে।
প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের সঙ্গেও আলাবার যোগাযোগ আছে বলে গুঞ্জন আছে। তবে তার রিয়ালে যাওয়ার সম্ভাবনা নিয়েই সবচেয়ে বেশি খবর বেরিয়েছে।
বেতন ভাতা নিয়ে কয়েক মাস ধরে চলা আলোচনা ফলপ্রসূ না হওয়ায় গত নভেম্বরে আলাবাকে দেওয়া নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে নেয় বায়ার্ন।
জার্মানির দলটির হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, নয়টি বুন্ডেসলিগা ও ছয়টি জার্মান কাপসহ অনেক শিরোপা জিতেছেন ক্লাবের যুব দল থেকে উঠে আসা আলাবা।
সমর্থকদের প্রিয় ফুটবলারে পরিণত হওয়া আলাবা গত প্রায় এক দশক ধরে বায়ার্নের শুরুর একাদশের খেলোয়াড়; খেলেন ফুলব্যাক, সেন্টার ব্যাক এমনকি উইংয়েও।
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
-
সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- কাচের জারে সাপের বিষের উৎস কী? গন্তব্য কোথায়?