হারতে হারতে ড্র শেখ জামালের

শুরুতে এগিয়ে যাওয়ার পর ছন্দ হারাল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। হজম করতে থাকে একের পর এক গোল। পরে ঘুরে দাঁড়িয়ে হারের শঙ্কা উড়িয়ে স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ল শফিকুল ইসলাম মানিকের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2021, 02:27 PM
Updated : 16 Feb 2021, 02:27 PM

প্রিমিয়ার লিগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার উত্তর বারিধারার বিপক্ষে শেষ দিকের নৈপুণ্যে ৩-৩ ড্র করেছে শেখ জামাল।

আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ২০১৪-১৫ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। ৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে উত্তর বারিধারা।

বসুন্ধরা কিংসের বিপক্ষে আগের ম্যাচে ড্র করা শেখ জামালের শুরুটা ছিল দারুণ। নবম মিনিটে সুলাইমান সিল্লাহর পাস ধরে ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত লবে গোলরক্ষকের ওপর দিয়ে জাল খুঁজে নেন নুরুল আবসার।

২৭তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় উত্তর বারিধারার। সোহেল রানার নিচু ক্রসে গোলমুখ থেকে পা ছোঁয়াতে পারেননি সামিন ইয়াসির জুয়েল ও মাহমুদ আব্দেল রহিমের কেউই।

প্রথমার্ধের বাকি সময় শেখ জামালের রক্ষণে চাপ ধরে রেখে দুই গোল আদায় করে নেয় উত্তর বারিধারা।

২৯তম মিনিটে সুজন বিশ্বাসের ভলি দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। আর ৪৫তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মিশরের ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ আব্দেল খালেক হাম্মাদ একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে থ্রু পাস বাড়ান। নিখুঁত টোকায় বাকি কাজটুকু সারেন সুমন রেজা।

৭০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন পাপন সিং। উত্তর বারিধারার প্রথম জয়ের সম্ভাবনাও তাতে জোরালো হয়।

কোণঠাসা শেখ জামাল ঘুরে দাঁড়ায় ৭৩তম মিনিটে। মনির হোসেনের শট সাইড পোস্টে লেগে ফিরে আসার পর গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন।

আর ৯০তম মিনিটে সিল্লাহর কাট ব্যাকে জোবের ব্যাক হিলে সমতার স্বস্তি ফিরে শেখ জামাল শিবিরে। ১০ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন জোবে। ৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংসের রবিসন দি সিলভা রবিনিয়ো।

দিনের অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়া বসুন্ধরা কিংস নয় ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। টানা আট ম্যাচ হারা আরামবাগ এখনও খুলতে পারেনি পয়েন্টের খাতা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারানো আবাহনী লিমিটেড নয় ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা সাইফ স্পোর্টিং ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম।