মেয়েদের জাতীয় হ্যান্ডবলে দাপুটে শুরু আনসারের

জাতীয় নারী হ্যান্ডবলের মুকুট ধরে রাখার মিশন দাপুটে জয়ে শুরু করেছে বাংলাদেশ আনসার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2021, 01:06 PM
Updated : 16 Feb 2021, 01:06 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে মঙ্গলবার ৬৪-০২ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে উড়িয়ে দেয় আনসার। প্রথমার্ধে জয়ী দল ৩০-০ ব্যবধানে এগিয়ে ছিল।

উদ্বোধনী দিনে আরও জয় পেয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। ৩০-০৫ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে তারা।

অন্য ম্যাচে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২৬-১১ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে, বাংলাদেশ পুলিশ ৪২-০৯ গোলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে হারায়।

মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ২৩-০২ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে জিতেছে। জয়ী দল প্রথমার্ধে ১২-০২ গোলে এগিয়ে ছিল।

মোটামুটি লড়াই হয়েছে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার ম্যাচে। ১৮-১৩ গোলে শেষ পর্যন্ত জিতেছে রাঙ্গামাটি।

২০০৭ সালের পর এই প্রথম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা ঢাকার বাইরে হচ্ছে।