আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা কারোলিনা মুচোভা উঠেছেন ফরাসি ওপেনের ফাইনালে।
চোট কাটিয়ে দলে ফিরেছেন ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েটও। চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচের জন্য এই দুই জনকে রেখেই দল ঘোষণা করেছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। কাম্প নউয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
লা লিগায় গত ২১ নভেম্বর আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-০ গোলে হারের ম্যাচে হাঁটুতে আঘাত পেয়ে ছিটকে গিয়েছিলেন পিকে।
স্প্যানিশ এই ডিফেন্ডার ফিরলেও চোটের কারণে দলের বাইরেই আছেন রোনালদ আরাহো, ফিলিপে কৌতিনিয়ো, সের্হি রবের্তো ও আনসু ফাতি।