আরেক বিশ্বকাপজয়ী নায়ককে হারাল আর্জেন্টিনা

আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য লিওপোলদো লুক আর নেই। সাবেক সতীর্থ দিয়েগো মারাদোনার মৃত্যুর তিন মাসের মাথায় চলে গেলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2021, 09:52 AM
Updated : 16 Feb 2021, 10:06 AM

গত সোমবার মারা যান গোফওয়ালা স্ট্রাইকার লুক। এ দিনই তার মৃত্যুর খবর এক বিবৃতিতে জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

দেশটির গণমাধ্যমের খবর, গত বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসবকালীন সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭১ বছর বয়সী লুক। এরপর আর পুরোপুরি সেরে ওঠেননি তিনি।

১৯৭৮ বিশ্বকাপে চার গোল করেছিলেন লুক, দানিয়েল বেরতোনি ও মারিও কেম্পেসের সঙ্গে গড়ে তুলেছিলেন এক ভয়ঙ্কর আক্রমণভাগ।

হাঙ্গেরির বিপক্ষে ২-১ ব্যবধানে স্বাগতিকদের প্রথম জয়ের ম্যাচে প্রথম গোলটি করেছিলেন লুক। পেরুর বিপক্ষে ৬-০ গোলের যে জয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, সেই ম্যাচে লুক করেছিলেন জোড়া গোল।

ক্লাব ফুটবলে লুক পুরোটা সময় খেলেছেন লাতিন আমেরিকায়। রোজারিও সেন্ত্রাল, রিভার প্লেট ও রেসিং ছাড়া আরও অনেক ক্লাবে খেলেছেন তিনি। খেলেছেন ব্রাজিলের দল সান্তোস ও মেক্সিকোর দল দেপোর্তিভো তাম্পিকোতেও।