আবারও ‘২ মাসের’ জন্য মাঠের বাইরে কারভাহাল

জোড়াতালি দিয়ে রক্ষণ সামলানোর মাঝে সুখবর হয়ে এসেছিল দানি কারভাহালের ফেরা। তবে তার স্থায়ীত্ব হলো মাত্র ২৬ মিনিট। পেশির চোটে আবারও লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2021, 05:07 PM
Updated : 15 Feb 2021, 05:07 PM

পেশির চোট কাটিয়ে এক মাসেরও বেশি সময় পর রোববার লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন কারভাহাল। কিন্তু অস্বস্তি বোধ করায় ২-০ গোলে জেতা ম্যাচের ২৬তম মিনিটে মাঠ ছাড়েন তিনি।

পরীক্ষার পর তার ডান ঊরুর মাংসপেশিতে চোটের কথা সোমবার এক বিবৃতিতে জানায় লা লিগা চ্যাম্পিয়নরা। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, সেরে উঠতে দুই মাস কিংবা এর বেশি লাগতে পারে।

চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয়বারের মতো চোটে পড়লেন রাইট-ব্যাক কারভাহাল। গত নভেম্বরের শেষ দিকে পাওয়া চোটে চার ম্যাচে খেলতে পারেননি তিনি। জানুয়ারির শুরুর দিকে আরেক দফা চোট পান সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে।

চোটের কারণে আগে থেকে বাইরে আছেন অধিনায়ক সের্হিও রামোস, লেফট-ব্যাক মার্সেলো, রাইট-ব্যাক আলভারো ওদ্রিওসোলা, সেন্টার ব্যাক এদের মিলিতাও, মিডফিল্ডার ফেদেরিকো ভালভেরদে, ফরোয়ার্ড এদেন আজার ও রদ্রিগো।