‘এটা মেসি-এমবাপের লড়াই নয়’

নেইমারের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা-পিএসজি ম্যাচকে কেউ কেউ দেখছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের লড়াই হিসেবে। রোনাল্ড কুমান অবশ্য তেমনটা মনে করেন না। বিষয়টিকে এভাবে না দেখে তাদের খেলা সবাইকে উপভোগ করার পরামর্শ দিলেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2021, 03:20 PM
Updated : 15 Feb 2021, 04:58 PM

ইউরোপ সেরার প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে কাম্প নউয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় ফরাসি চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বার্সেলোনা।

চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়াকে পাবে না পিএসজি। তবে বার্সেলোনার জন্য হুমকি হয়ে উঠতে পারেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কুমানকে জিজ্ঞেস করা হয়েছিল ম্যাচটিকে মেসি-এমবাপের লড়াই হিসেবে দেখেন কি-না।

“এটা মেসি ও এমবাপের লড়াই নয়। এটা দুটি দলের লড়াই, যার একটিতে আছে লিওনেল মেসি, বিশ্বের সেরা খেলোয়াড়। জয়ের জন্য তার সেরা ফর্মের প্রয়োজন আমাদের।”

“এমবাপেকে নিয়ে পিএসজির ক্ষেত্রেও ব্যাপারটি একই রকম। সে দ্রুতগতির খেলোয়াড়, আমাদের জন্য সবকিছু সে অনেক কঠিন করে তুলতে পারে। এটা দারুণ একটি ম্যাচ হবে। ফুটবল অনুরাগী হিসেবে তাদের খেলা উপভোগ করা উচিত।”