এগিয়ে যেতে হবে, বললেন উদ্বিগ্ন জিদান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2021 05:14 PM BdST Updated: 15 Feb 2021 05:15 PM BdST
একের পর এক চোটে জেরবার রিয়াল মাদ্রিদ। খেলোয়াড়দের ছিটকে পড়ার মিছিলে সবশেষ যোগ হয়েছে ডিফেন্ডার দানি কারভাহালের নাম। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন দলটির কোচ জিনেদিন জিদান। জানালেন, কঠিন পথ মাড়িয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও।
পেশির চোট কাটিয়ে এক মাসেরও বেশি সময় পর রোববার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন কারভাহাল। দল ২-০ গোলে জিতলেও ম্যাচটি তার জন্য সুখকর হয়নি, পায়ে অস্বস্তি বোধ করায় ২৬তম মিনিটেই উঠে যান তিনি।
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে চোটের থাবায় তাকে নিয়ে দলটির মোট আট জন খেলোয়াড় বাইরে, যা নিয়মিত খেলোয়াড়দের এক-তৃতীয়াংশের বেশি।
গত মঙ্গলবার চোট পান মার্সেলো। আগের সপ্তাহে হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে সের্হিও রামোসকে। পরিস্থিতি এমন যে, ঠিকঠাক রক্ষণভাগ সাজানোই কঠিন হয়ে পড়েছে জিদানের জন্য।
“আমি ঠিক বুঝে উঠতে পারছি না; আমাদের অনেকে চোটে পড়ছে এবং আমি চিন্তিত।”
“কারভাহাল সেই পুরনো চোটে ভুগছে এবং তার জন্য আমার খারাপ লাগছে। সে ভালো বোধ করছিল এবং ভালো খেলছিল। আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একজন খেলোয়াড়কে হারানো মানেই সমস্যা।”
রাইট-ব্যাক আলভারো ওদ্রিওসোলা ও সেন্টার ব্যাক এদের মিলিতাও চোটে ভুগছেন। ফরোয়ার্ড এদেন আজার, রদ্রিগোর আগামী মাসের আগে পাওয়ার আশা নেই। উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভেরদেও বাইরে।
মার্চের শেষ সপ্তাহে আন্তর্জাতিক বিরতির আগ পর্যন্ত সাতটি ম্যাচ আছে রিয়ালের। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দুই লেগের ম্যাচ রয়েছে আতালান্তার বিপক্ষে। আগামী ৭ মার্চ লা লিগায় তাদের মুখোমুখি হতে হবে আতলেতিকো মাদ্রিদের।
মৌসুমের শুরুর দিকে ঠাসা সূচি নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন জিদান। একের পর এক চোটে খেলোয়াড় হারালেও এবার অবশ্য সূচিকে দায় দেননি ফরাসি কোচ। প্রতিকূল স্রোতেই লড়তে প্রত্যয়ী তিনি।
“এরই মধ্যে আমরা অনেক সমস্যার মধ্যে আছি; (সূচি বিতর্কে) জড়াতে চাই না। সূচি যেমন আছে, আছে এবং আমরা স্বাভাবিক প্রাক-মৌসুম পাইনি। দলের অনেকে চোট পেয়েছে। এ অবস্থায় আমরা সবাই একটা কাজই করতে পারি আর সেটা হচ্ছে এগিয়ে যাওয়া।”
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ