চোট নিয়েও রাওনিচকে হারিয়ে শেষ আটে জোকোভিচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2021 11:19 PM BdST Updated: 14 Feb 2021 11:41 PM BdST
-
চোট নিয়েই শেষ আটে উঠেছেন নোভাক জোকোভিচ।
-
চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ডমিনিক টিম।
আরও একবার চোট আর প্রতিপক্ষের বাধা পেরিয়ে গেলেন নোভাক জোকোভিচ। শুরুর ছন্দহীনতা কাটিয়ে কানাডার মিলোস রাওনিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই টেনিস খেলোয়াড়। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই অস্ট্রিয়ার ডমিনিক টিম।
মেলবোর্নে রোববার বেলারুশের গ্রিগর দিমিত্রভের বিপক্ষে ৬-৪, ৬-৪, ৬-০ গেমে হেরে যান ২০১৭ আসরের সেমি-ফাইনালিস্ট ও ইউএস ওপেনের গতবারের চ্যাম্পিয়ন টিম।
ছেলেদের এককের গতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ টাইব্রেকারে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে হেরে যান। এসময় তাকে বেশ অস্বস্তিতে ভুগতে দেখা যায়। তবে পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন ৭-৬ (৭-৪), ৪-৬, ৬-১, ৬-৪ গেমে।
প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন এই তারকা শেষ ষোলোর পথে গত শুক্রবার পেটে চোট পান। ওই দিনই তিনি পরের ম্যাচে খেলার নিয়ে শঙ্কার কথা জানান। শেষ আটে ওঠার পর আবারও বললেন তার চোট কতটা গুরুতর।

চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ডমিনিক টিম।
সেমি-ফাইনালের পথে ৩৩ বছর বয়সী এই সার্বিয়ান লড়বেন ষষ্ঠ বাছাই আলেক্সান্ডার জেভেরেভের বিপক্ষে। সার্বিয়ার দুসান লায়োভিচকে ৬-৪, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারিয়ে শেষ আটে ওঠেন জার্মানির জেভেরেভ।
মেয়েদের এককে দুইবার ম্যাচ পয়েন্ট থেকে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন নাওমি ওসাকা। তিন সেটের লড়াইয়ে জিতে একই পর্বের বাধা পেরিয়েছেন সেরেনা উইলিয়ামস।
স্পেনের গার্বিনে মুগুরুসাকে ৪-৬, ৬-৪, ৭-৫ গেমে হারান তৃতীয় বাছাই জাপানের ওসাকা। প্রতিয়োগিতার ২০১৯ আসরের এই চ্যাম্পিয়ন শেষ আটে লড়বেন তাইওয়ানের সে সু-ওয়েইর বিপক্ষে।
আর টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়ার মিশনে থাকা সেরেনা বেলারুশের আরিনা সাবালিয়েনকাকে হারান ৬-৪, ২-৬, ৬-৪ গেমে।
সেমি-ফাইনালের পথে যুক্তরাষ্ট্রের এই তারকার প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই সিমোনা হালেপ। ফ্রান্সের ইগা শিয়াওতেককে ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে যাত্রা অব্যহত রাখেন এই রোমানিয়ান তারকা।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ