‘মেসি দলে থাকলে সবকিছু সহজ হয়ে যায়’

দেপোর্তিভো আলাভেসের জমাট রক্ষণে শুরুতে ভুগতে হলেও শেষ পর্যন্ত বার্সেলোনা যে বড় জয় পেয়েছে, তার মূল কৃতিত্ব লিওনেল মেসির। গোল করে ও করিয়ে পথ দেখানো অধিনায়কের পারফরম্যান্সে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কোচ রোনাল্ড কুমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2021, 10:36 AM
Updated : 14 Feb 2021, 10:36 AM

আর্জেন্টাইন তারকার প্রশংসায় বার্সেলোনা কোচ বললেন, মেসি দলে থাকলে সবকিছু সহজ হয়ে যায়।

কাম্প নউয়ে শনিবার আলাভেসকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন মেসি। লিগে টানা পাঁচ ম্যাচে গোল করলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। আসরে তার মোট গোল ১৫টি।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ পিএসজি। এর আগে এমন জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে কুমানকে। তবে জিততে হলে প্যারিসের দলটির বিপক্ষে মেসি তো বটেই, দলের বাকিদের কাছ থেকেও সেরাটা চান বার্সেলোনা কোচ।

“মেসি খুবই গুরুত্বপূর্ণ। সে এই মুহূর্তে দারুণ ছন্দে আছে। আমরা জানি, সে ব্যবধান গড়ে দেওয়া খেলোয়াড়-দীর্ঘ দিন ধরেই সে এটা করে আসছে।”

“সে দলে থাকলে সবকিছু সহজ হয়ে যায়। পিএসজির বিপক্ষে জিততে হলে লিও এবং দলের বাকিদের কাছ থেকে আমাদের সেরাটা দরকার।”