ইউনাইটেড সমর্থকরা মনে করেন গ্লেজার পরিবারের বিনিয়োগের অভাব ক্লাবের করুণ দশার জন্য দায়ী।
গত ডিসেম্বরে যখন ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পিএসজির নাম জানে তখন বেশ এলোমেলো ছিল বার্সেলোনা। লা লিগায় নড়বড়ে শুরুর পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউভেন্তুসের বিপক্ষে হেরে খোয়ায় শীর্ষস্থান।
“দল ভালো করছে। শক্তিশালী রক্ষণের দল আলাভেসের বিপক্ষে এমন ম্যাচের পর পিএসজির বিপক্ষে জেতার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”
“ওদের চোট সমস্যা আছে, আমাদেরও তা আছে। লড়াই হবে সমানে-সমানে। জিততে আমাদের ভালো ফুটবল খেলতে হবে। আমরা এই মুহূর্তে ভালো ছন্দে আছি। ভালো একটা জয়ের ধারায় আছি। আমরা আত্মবিশ্বাসী।”
আগামী মঙ্গলবার শেষ ষোলোর প্রথম পর্ব হবে কাম্প নউয়ে। ১০ মার্চ ফিরতি পর্বে প্যারিসে মুখোমুখি হবে দল দুটি।