পিএসজিকে হারাতে আত্মবিশ্বাসী বার্সা কোচ

এক মাসে পাল্টে গেছে কত কিছু। লিগ ওয়ানে এখনও নিজেদের খুঁজে ফিরছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নরা বদল করেছে কোচ। চোটের জন্য ছিটকে গেছেন নেইমার। অন্য দিকে ক্রমেই নিজেদের ফিরে পাচ্ছে বার্সেলোনা। আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি। তাই এখন চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে হারাতে আত্মবিশ্বাসী রোনাল্ড কুমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2021, 05:28 AM
Updated : 14 Feb 2021, 05:28 AM

গত ডিসেম্বরে যখন ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পিএসজির নাম জানে তখন বেশ এলোমেলো ছিল বার্সেলোনা। লা লিগায় নড়বড়ে শুরুর পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউভেন্তুসের বিপক্ষে হেরে খোয়ায় শীর্ষস্থান।

এরপর থেকে অনেক উন্নতি করেছে কাম্প নউয়ের দলটি। লা লিগায় জিতেছে টানা সাত ম্যাচ। উঠে এসেছে পয়েন্ট তালিকায় দুই নম্বরে। শনিবার ঘরের মাঠে আলাভেসকে ৫-১ গোলে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আত্মবিশ্বাস পাওয়ার কথা জানান কুমান।

“দল ভালো করছে। শক্তিশালী রক্ষণের দল আলাভেসের বিপক্ষে এমন ম্যাচের পর পিএসজির বিপক্ষে জেতার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”

“ওদের চোট সমস্যা আছে, আমাদেরও তা আছে। লড়াই হবে সমানে-সমানে। জিততে আমাদের ভালো ফুটবল খেলতে হবে। আমরা এই মুহূর্তে ভালো ছন্দে আছি। ভালো একটা জয়ের ধারায় আছি। আমরা আত্মবিশ্বাসী।”

আগামী মঙ্গলবার শেষ ষোলোর প্রথম পর্ব হবে কাম্প নউয়ে। ১০ মার্চ ফিরতি পর্বে প্যারিসে মুখোমুখি হবে দল দুটি।