চোট নিয়েই শেষ ষোলোয় জোকোভিচ

প্রতিপক্ষের পাশাপাশি চোটের বিরুদ্ধেও লড়তে হলো নোভাক জোকোভিচকে। দুই লড়াইয়েই জিতে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় পৌঁছেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই টেনিস খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2021, 05:16 PM
Updated : 12 Feb 2021, 05:16 PM

মেলবোর্নে শুক্রবার যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজের বিপক্ষে প্রথম দুই সেট জয়ের পর চোট পান প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। তৃতীয় সেটে ডাক্তারি সেবাও নিতে হয় তাকে। টানা দুই সেট হারের পর শেষ সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান এই সার্বিয়ান। ম্যাচ জিতে নেন ৭-৬ (৭-১), ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-২ গেমে।

কোয়ার্টার-ফাইনালের পথে জোকোভিচের প্রতিপক্ষ চতুর্দশ বাছাই কানাডার মিলোস রাওনিচ। তবে চোট কাটিয়ে এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী তারকা।

একই দিন হাঙ্গেরির মার্তন ফুচোভিচকে ৭-৬ (৭-২), ৫-৭, ৬-২, ৬-২ গেমে হারান রাওনিচ।

এছাড়া ছেলেদের এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন তৃতীয় বাছাই ডমিনিক টিম ও ষষ্ঠ বাছাই আলেক্সান্ডার জেভেরেভ।

প্রথম দুই সেট হারের পর অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে ৪-৬, ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারান অস্ট্রিয়ার টিম।

ফ্রান্সের আদ্রিওঁ মানারিনোকে ৬-৩, ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দেন জার্মানির জেভেরেভ।

মেয়েদের এককে তৃতীয় রাউন্ডেও সরাসরি সেটে জিতেছেন সেরেনা উইলিয়ামস। রাশিয়ার আনাস্তাসিয়া পোতাপোভাকে ৭-৬ (৭-৫), ৬-২ গেমে হারান টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়ার মিশনে থাকা যুক্তরাষ্ট্রের এই তারকা।

একই পর্বে তৃতীয় বাছাই জাপানের নাওমি ওসাকা তিউনিশিয়ার ওন্স জাবেরকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ওঠেন শেষ ষোলোয়।

চতুর্থ রাউন্ডে ওসাকার প্রতিপক্ষ দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী গার্বিনে মুগুরুসা। সেরেনা লড়বেন সপ্তম বাছাই বেলারুশের আরিনা সাবালিয়েনকার বিপক্ষে।

এছাড়া মেয়েদের এককে রাশিয়ার ভেরোনিকা কুদের্মেতোভাকে ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে তৃতীয় রাউন্ড পেরিয়েছেন দ্বিতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ।