ছিটকে গেলেন জিনাব্রি

পায়ের পেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড সের্গে জিনাব্রি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2021, 01:37 PM
Updated : 12 Feb 2021, 01:37 PM

কাতারে বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেক্সিকোর দল তাইগ্রেসের বিপক্ষে বায়ার্নের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে ৬৪তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন জিনাব্রি।

পরীক্ষার পর শুক্রবার এক বিবৃতিতে মৌসুমে এখন পর্যন্ত ৬ গোল করা জিনাব্রির বাঁ ঊরুর পেশিতে চোটের বিষয়টি নিশ্চিত করে জার্মান দলটি। তবে তার সেরে উঠতে কতদিন সময় লাগবে তা জানানো হয়নি।

কোভিড-১৯ পজিটিভ হয়ে দলের বাইরে আছেন আরেক ফরোয়ার্ড টমাস মুলার। ক্লাব বিশ্বকাপের ফাইনালের দিন তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তিনি এই ম্যাচে খেলতে পারেননি।

ক্লাব বিশ্বকাপ জিতে বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে সম্ভাব্য ৬ শিরোপার সবকটি জয়ের বৃত্ত পূরণ করেছে বায়ার্ন।

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে জিনাব্রির চোট পাওয়া ও মুলারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বায়ার্নের জন্য বড় ধাক্কা।

আগামী সোমবার বুন্ডেসলিগায় তাদের প্রতিপক্ষ আর্মিনিয়া। ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে তারা খেলবে লাৎসিওর বিপক্ষে। এরপর ৬ মার্চ লিগে হান্স ফ্লিকের দলের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।