বার্সার বিপক্ষে নেইমারকে পাচ্ছে না পিএসজি

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে অনেক বড় এক ধাক্কা খেল পিএসজি। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2021, 05:16 PM
Updated : 11 Feb 2021, 06:05 PM

ফরাসি কাপের শেষ বত্রিশে ওঠার পথে বুধবার রাতে কঁয়ের বিপক্ষে দলের ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান ব্রাজিলিয়ান তারকা। ৬০তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।

পরীক্ষার পর বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়, বাম অ্যাবডাক্টরে চোট পেয়েছেন নেইমার। সেরে ওঠার প্রক্রিয়ার ওপর নির্ভর করবে তার মাঠে ফেরা। তবে সময়টা চার সপ্তাহের মতো হতে পারে বলে জানানো হয়েছে।

ইউরোপ সেরা প্রতিযোগিতায় শেষ ষোলোর প্রথম লেগে আগামী ১৬ ফেব্রুয়ারি বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে খেলবে পিএসজি। ফিরতি পর্বেও নেইমারের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। ঘরের মাঠে তারা ফিরতি লেগ খেলবে আগামী ১০ মার্চ।

বার্সেলোনায় চার মৌসুম কাটিয়ে এবং দলটির হয়ে ১০৫ গোল করে ২০১৭ সালে নেইমার রেকর্ড ট্রান্সফার ফিতে যোগ দেন পিএসজিতে। প্যারিসে আসার পর থেকে নানা সময়ে পাওয়া চোটে অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে।

দলটির টানা তিন লিগ জয়ে অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার। দলকে গতবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার পথে করেন তিন গোল, সতীর্থদের দিয়ে করান চারটি। ফাইনালে তারা হেরে যায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচে মিডফিল্ডার আনহেল দি মারিয়াকেও পাচ্ছে না পিএসজি। লিগ ওয়ানে গত রোববার স্বাগতিক মার্সেইয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে ঊরুতে চোট পান আর্জেন্টাইন তারকা।