কষ্টের জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে কষ্টে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন পুরুষ এককের গতবারের শিরোপাজয়ী নোভাক জোকোভিচ। হারের দ্বারপ্রান্ত থেকে ঘুরে তৃতীয় রাউন্ডে উঠেছেন নারী এককে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা সিমোনা হালেপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2021, 05:46 PM
Updated : 10 Feb 2021, 05:55 PM

মেলবোর্নে বুধবার চার সেটের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চেস টিয়াফোকে ৬-৩, ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-২), ৬-৩ গেমে হারান প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। 

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৫৫ নম্বর হাঙ্গেরির মার্তন ফুচোভিচের বিপক্ষে ৭-৫, ৬-১, ৪-৬, ২-৬, ৭-৬ (১১-৯) গেমে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ২০১৪ আসরের শিরোপাজয়ী সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা।

মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডেও সরাসরি সেটে জিতেছেন সেরেনা উইলিয়ামস। সার্বিয়ার নিনা স্তোইয়ানোভিচকে ৬-৩, ৬-০ গেমে হারান টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়ার মিশনে থাকা যুক্তরাষ্ট্রের এই তারকা।

তিন সেটের লড়াইয়ে ক্রোয়েশিয়ার আয়লা তমলিয়ানোভিচকে ৪-৬, ৬-৪, ৭-৫ গেমে হারান ২০১৮ আসরের ফাইনালিস্ট হালেপ। শেষ সেটে একসময় ৫-২ ব্যবধানে পিছিয়ে ছিলেন এই রোমানিয়ান।

তবে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ২০১৯ আসরের ফাইনালিস্ট পেত্রা কেভিতোভা। ছিটকে গেছেন ২০১৯ ইউএস ওপেনজয়ী বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কোও।