শেষ মুহূর্তের গোলে স্বস্তির ড্র চট্টগ্রাম আবাহনীর
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2021 06:24 PM BdST Updated: 08 Feb 2021 06:24 PM BdST
-
ফাইল ছবি
পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল উত্তর বারিধারা। জাগাল প্রিমিয়ার লিগে প্রথম জয়ের আশা। তবে শেষ মুহূর্তের গোলে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়। সাত ম্যাচে দ্বিতীয় ড্র করা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৮। ছয় ম্যাচে তৃতীয় ড্র করা উত্তর বারিধারার ৩ পয়েন্ট।
২৯তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ পায় উত্তর বারিধারা। মিশরের ফরোয়ার্ড মোস্তফা মাহমুদের পাস ধরে আরিফ হোসেনের শট দ্রুত ছুটে এসে ফেরান গোলরক্ষক মোহাম্মদ নাঈম।
আগের তিন লিগ ম্যাচে জয়হীন থাকা চট্টগ্রাম আবাহনী প্রথম ভালো আক্রমণ থেকে এগিয়ে যায় ৪০তম মিনিটে। মোনায়েম খান রাজুর ফ্রি কিক থেকে হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মে।
সবশেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দেওয়া উত্তর বারিধারা সমতায় ফেরে ৫৭তম মিনিটে। সুজন বিশ্বাসের ছোট পাস ধরে ডি-বক্সের ভেতরে থাকা আরিফ হোসেন নিজে শট না নিয়ে ডান দিকে ফাঁকায় থাকা সুমন রেজাকে বাড়ান। অনায়াসে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
৭৪তম মিনিটে এগিয়ে যায় উত্তর বারিধারা। মনির আলমের ভুল পাস থেকে বল পেয়ে আরিফ ডান দিকে আক্রমণে উঠে উজবেকিস্তানের ডিফেন্ডার পুলাতোভ শুকুর আলিকে কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে চিনেডু ম্যাথিউয়ের বাড়ানো বল ধরে কাওসার আলি রাব্বীর প্রথম শট গোলরক্ষক ফেরালেও শেষ রক্ষা হয়নি। ফিরতি শটে ঠিকই লক্ষ্যভেদ করেন তিনি।
দিনের অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্কার ব্রুসনের দল।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
ডার্বি কাউন্টির কোচের পদ ছাড়লেন রুনি
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো