মাউন্ট-জর্জিনিয়োর গোলে চেলসির জয়

বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা চেলসি আরেকটি প্রত্যাশিত জয় পেয়েছে। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে শীর্ষ পাঁচে ফিরেছে টমাস টুখেলের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2021, 09:15 PM
Updated : 7 Feb 2021, 09:31 PM

প্রতিপক্ষের মাঠে রোববার ২-১ ব্যবধানে জিতেছে চেলসি। ম্যাসন মাউন্ট দলটিকে এগিয়ে নেওয়ার পর আন্টোনিও রুডিগারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। জয়সূচক গোলটি করেন জর্জিনিয়ো।

দ্বাদশ মিনিটে শেফিল্ডকে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তবে ভিএআরের সাহায্যে পাল্টায় সিদ্ধান্ত।

শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করা চেলসি পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। বিরতির আগে এগিয়ে যায় তারা। ডি-বক্সে টিমো ভেরনারের পাস থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন মাউন্ট।

৫৪তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন রুডিগার। গোলরক্ষককে পাস দিতে গিয়ে নিজেদের জালে বল পাঠান এই জার্মান ডিফেন্ডার।

একটু পরই অবশ্য সফল স্পট কিকে আবার দলকে এগিয়ে নেন জর্জিনিয়ো। ভেরনারকে শেফিল্ড গোলরক্ষক ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

বাকি সময়ে মরিয়া চেষ্টা চালিয়েও ম্যাচে ফিরতে পারেনি শেফিল্ড। যোগ করা সময়ে দারুণ এক সেভ করে চেলসির তিন পয়েন্ট নিশ্চিত করেন এদুয়াঁ মঁদি।

২৩ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে চেলসি। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তলানিতে শেফিল্ড ইউনাইটেড।

লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যানচেস্টার সিটি ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ বেশি খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি তিনে ও ৪০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী লিভারপুল চারে আছে।