হাঁটুর অস্ত্রোপচারে ‘৬-১০ সপ্তাহ’ মাঠের বাইরে রামোস
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2021 08:43 PM BdST Updated: 06 Feb 2021 08:43 PM BdST
আরও বিলম্বিত হচ্ছে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোসের মাঠে ফেরা। এই স্প্যানিশ ডিফেন্ডারের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে।
গত মাসের মাঝামাঝি হওয়া স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হারের পর থেকে কোনো ম্যাচ খেলেননি রামোস। ৩৪ বছর বয়সী এই ফুটবলার গত বুধবার অবশ্য অনুশীলনে ফিরেছিলেন। তবে পুরোপুরি সুস্থ হতে অস্ত্রোপচারের বিকল্প ছিল না।
এক বিবৃতিতে শনিবার তার বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের কথা জানায় লা লিগা চ্যাম্পিয়নরা। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, সেরে উঠতে ৬ থেকে ১০ সপ্তাহ সময় লাগতে পারে।
সেক্ষেত্রে আগামী ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আতালান্তার বিপক্ষে এবং বাকি লা লিগা মৌসুমে বেশিরভাগ ম্যাচে তাকে পাবে না রিয়াল।
২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগের তিনে থাকা জিনেদিন জিদানের দল বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ৯টায় ওয়েস্কার বিপক্ষে খেলবে। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। রিয়ালের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে