হেরেই চলেছে আরামবাগ

সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে দারুণ লড়াই করলেও হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি আরামবাগ ক্রীড়া সংঘ। প্রিমিয়ার লিগে টানা পঞ্চম হারের তেতো স্বাদ পেয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2021, 01:29 PM
Updated : 6 Feb 2021, 01:29 PM

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার ৩-২ গোলে জেতা সাইফ স্পোর্টিং ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। পাঁচ ম্যাচের সবগুলো হেরে তলানিতে আরামবাগ।

আগের ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে হেরে আসা সাইফ স্পোর্টিং এগিয়ে যায় ম্যাচের ষষ্ঠ মিনিটে। রহমত মিয়ার লম্বা থ্রো ইনে হেডে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচুকে কেনেথ। দুই মিনিট পর হেডেই আরামবাগকে সমতায় ফেরান উমর ফারুক।

৫৯তম মিনিটে কেনেথের হেডে ফের এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। ৬৮তম মিনিটে সাজ্জাদ হোসেনের একক প্রচেষ্টার গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় পল জোসেফ পুটের দল।

যোগ করা সময়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্রিস্টোফার চিজোবা লক্ষ্যভেদ করলেও আরামবাগের হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না।

দিনের অন্য ম্যাচে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৪-২ গোলে হারানো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এক ম্যাচ বেশি খেলা বসুন্ধরা কিংস ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।

ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেড তৃতীয় স্থানে ও ১৩ পয়েন্ট নিয়ে শেখ রাসেল চতুর্থ স্থানে নেমে গেছে।