‘লিভারপুল শিরোপা লড়াইয়ে নেই’

টানা দুই জয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও আবার পেতে হয়েছে হারের তেতো স্বাদ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলের চেয়ে লিভারপুল পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টে। এমন অবস্থায় নিজেদের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে দেখছেন না দলটির ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2021, 11:54 AM
Updated : 4 Feb 2021, 11:54 AM

অ্যানফিল্ডে বুধবার রাতে পয়েন্ট তালিকার নিচের দিকের দল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ১-০ গোলে হারে লিভারপুল। ম্যাচে গোলের উদ্দেশে তাদের ১১ শটের মাত্র একটি ছিল লক্ষ্যে। আসরে নিজেদের মাঠে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ ইয়ুর্গেন ক্লপের দল।

লিগে ঘরের মাঠে টানা ৬৮ ম্যাচ অপরাজিত থাকার পর গত ২১ জানুয়ারি তারা বার্নলির বিপক্ষে হেরে বসে ১-০ গোলে। পরের দুই রাউন্ড প্রতিপক্ষের মাঠে জেতার পর এবার হারল ব্রাইটনের কাছে।

২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়নদের অবস্থান চারে। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

নিজেদের পরের ম্যাচে আগামী রোববার ঘরের মাঠে পেপ গুয়ার্দিওলার দলের মুখোমুখি হবে লিভারপুল। কক্ষপথে ফিরতে দ্রুত ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে বের করার প্রয়োজন দেখছেন রবার্টসন।

“ম্যানচেস্টার সিটির বিপক্ষে যে কোনো ম্যাচই বড় লড়াই। এই মুহূর্তে যা অবস্থা, আমরা শিরোপা দৌড়ে নেই। আমরা তাদের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে আছি। তাদের হাতে একটি ম্যাচ বেশিও আছে।”

“আমি নিশ্চিত, সম্ভাব্য ১০ পয়েন্টে পিছিয়ে থাকলে তারাও একই কথা বলত। সবাই জানে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা এখনও ভালো দল। রাতারাতি আমরা খারাপ দলে পরিণত হইনি।”