এবার ব্রাইটনে ধরাশায়ী লিভারপুল

টানা ব্যর্থতার পর দুই অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পেলেও ঘরের মাঠে হারের বৃত্তেই বন্দি লিভারপুল। বার্নলির পর এবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে হেরে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2021, 10:16 PM
Updated : 3 Feb 2021, 10:53 PM

অ্যানফিল্ডে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে লিগ টেবিলের নিচের দিকের দলটি।

গত নভেম্বরে লিভারপুলকে ঘরের মাঠে পেয়ে ১-১ গোলে রুখে দিয়েছিল ব্রাইটন। শিরোপাধারীদের এবার আরও বড় ধাক্বা দিল তারা।

প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টানা ৬৮ ম্যাচ অপরাজিত থাকার পর গত ২১ জানুয়ারি তারা বার্নলির বিপক্ষে হেরে বসে ১-০ গোলে। পরের দুই রাউন্ড প্রতিপক্ষের মাঠে জেতার পর এবার হারল ব্রাইটনের কাছে।

আট বছর পর লিগে এই প্রথম ঘরের মাঠে টানা দুটি ম্যাচ হারল লিভারপুল। ২০১২ সালের সেপ্টেম্বরে সবশেষ তারা টানা হেরেছিল আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

টানা চার ম্যাচ গোলশূন্য থাকার পর গত দুই রাউন্ডে জিতে ছন্দে ফেরার আভাস দেওয়া লিভারপুল তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো। হেন্ডারসনের দারুণ পাস প্রথম ছোঁয়ায় ভালোভাবে নিয়ন্ত্রণে নিলেও গোল করার মতো পজিশন থেকে উড়িয়ে মেরে হতাশ করেন মোহামেদ সালাহ।

প্রথমার্ধের বাকি সময়ে উল্লেখযোগ্য আর কোনো আক্রমণই করতে পারেনি ঘরের মাঠে আগের দুই লিগ ম্যাচেও জালের দেখা না পাওয়া লিভারপুল। বিরতির আগে লক্ষ্যে কোনো শট নিতে পারেনি ব্রাইটনও।

৫৬তম মিনিটে জয়সূচক গোলটি করে ব্রাইটন। বাঁ দিক থেকে সতীর্থের হেডে বাড়ানো বল ডান দিকের পোস্টে গোলমুখে পেয়ে টোকায় গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড স্টিভেন। দুই দল মিলেই এটাই লক্ষ্যে প্রথম শট।

ঘরের মাঠে এই নিয়ে টানা তিন ম্যাচ কোনো গোল পেল না লিভারপুল। নিজেদের আঙিনায় শেষ তারা জিতেছে গত ১৬ ডিসেম্বরে; টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে।

ধারহীণ আক্রমণে পুরো ম্যাচে একটি মাত্র শট লক্ষ্যে রাখতে পারে লিভারপুল।

শিরোপা ধরে রাখার অভিযানে একটু একটু করে পিছিয়ে পড়া লিভারপুল ২২ ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পেল। ১১ জয় ও সাত ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তারা।

দিনের প্রথম ম্যাচে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭।

এক ম্যাচ বেশি খেলে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে তাদের সমান ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লেস্টার সিটি।

আর অসাধারণ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠেছে ব্রাইটন।