দি মারিয়া-এমবাপের নৈপুণ্যে জয়ে ফিরল পিএসজি

দলকে এগিয়ে নেওয়ার পর পাবলো সারাবিয়ার গোলে অবদান রাখলেন আনহেল দি মারিয়া। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ালেন কিলিয়ান এমবাপে। তলানির দল নিমকে হারিয়ে লিগ ওয়ানে জয়ে ফিরল পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2021, 09:58 PM
Updated : 3 Feb 2021, 10:48 PM

নিজেদের মাঠে বুধবার রাতে নিমকে ৩-০ গোলে হারায় মাওরিসিও পচেত্তিনোর দল। ২৩ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলা নিমের এটি ১৫তম হার।

শুরু থেকে আক্রমণাত্মক খেলা পিএসজি এগিয়ে যেতে পারত পঞ্চম মিনিটেই। কিন্তু সারাবিয়ার নিচু শট ফেরান গোলরক্ষক। একটু পর এমবাপের শট যায় পোস্টর বাইরে। একাদশ মিনিটে মোইজে কিনের শট পোস্টে লেগে ফিরলে হতাশা বাড়ে স্বাগতিকদের।

আগের ম্যাচে লরিয়ঁর কাছে হেরে আসা পিএসজি এগিয়ে যায় অষ্টাদশ মিনিটে। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুল ব্যাক পাস ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার দি মারিয়া।

নিমের বিপক্ষে গোলের পর পিএসজি মিডফিল্ডার আনহেল দি মারিয়া।

আক্রমণ অব্যাহত রাখা পিএসজির ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট হচ্ছিল বারবার। ২৩তম মিনিটে লেয়ান্দ্রো পারেদেসের শট ঝাঁপিয়ে পড়ে ফেরান নিম গোলরক্ষক। একটু পর প্রেসনেল কিম্পেম্বের শট ক্রসবারে লেগে ফিরে।

৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। ডান দিক দিয়ে আক্রমণে উঠলেও শেষ পর্যন্ত সুবিধা করতে পারেননি এমবাপে। বল তার পা ঘুরে যায় দি মারিয়ার কাছে। তার ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন সারাবিয়া।

প্রথমার্ধের শেষ দিকে লামিনে ফোম্বার শট ফিরিয়ে নিমকে ঘুরে দাঁড়াতে দেননি এ ম্যাচে পিএসজির পোস্টের নিচে দাঁড়ানো স্প্যানিশ গোলরক্ষক সের্হিও রিকো।

৬৮তম মিনিটের গোলে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় পিএসজি। পারেদেসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে জাল খুঁজে নেন এমবাপে। চলতি লিগে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ফরাসি ফরোয়ার্ডের এটি ১৫তম গোল।

অন্য ম্যাচে নিসকে ২-১ গোলে হারানো মোনাকো ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। দিজোঁর মাঠে ১-০ গোলে জয়ী লিওঁ সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

শীর্ষে থাকা লিলের পয়েন্ট ৫১।