শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জিতল শেখ রাসেল

ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দুই দল খেললো নিষ্প্রাণ ফুটবল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আত্মঘাতী গোলে এগিয়ে গেলো শেখ রাসেল ক্রীড়া চক্র; মাঠ ছাড়ল স্বস্তির জয় নিয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2021, 02:22 PM
Updated : 1 Feb 2021, 02:22 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারায় শেখ রাসেল। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেডকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠল সাইফুল বারী টিটুর দল। চার ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৩।

২২তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ নষ্ট হয় আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে আসা শেখ রাসেলের। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা খালেকুরজ্জামান গোলরক্ষক মাহফুজ হাসান প্রিতমকে একা পেয়েও তার গায়ে মারেন।

দ্বিতীয়ার্ধেও দুই দলের আক্রমণে ছিল না ধার। শেখ রাসেলের বখতিয়ার দুইশবেকভ, আশরাফুল ইসলাম কখনও ক্রসবারের উপর দিয়ে শট নিয়ে, কখনও দূরপাল্লার লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন। ইউসুকে কাতো, মেহেদী হাসান রয়েলও পারেননি মুক্তিযোদ্ধাকে কাঙিক্ষত গোল এনে দিতে।

অবশেষে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মেলে গোলের দেখা। বক্সে ঢুকে ওবি মোনেকের বাড়ানো নিচু ক্রসে দুইশবেকভের ফ্লিক শোয়েব মিয়ার পায়ে লেগে জালে জড়ায়।

দিনের অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে সোমবার ৪-১ গোলে জেতা বসুন্ধরা কিংস টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। পাঁচ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া মোহামেডানের পয়েন্ট ৫।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর মধ্যের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। টানা তিন জয়ের পর টানা দুই ম্যাচ পয়েন্ট ভাগাভাগি করল আবাহনী। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট মারিও লেমোসের দলের। সমান ম্যাচে ৭ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর।