তিন পেনাল্টির ম্যাচে দুই আবাহনীর ড্র
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2021 05:42 PM BdST Updated: 01 Feb 2021 07:53 PM BdST
-
বল দখলের লড়াইয়ে আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা।
পেনাল্টি গোলে এগিয়ে গেলো আবাহনী লিমিটেড। পেনাল্টি থেকেই সমতায় ফিরল চট্টগ্রাম আবাহনী। পরে আরেকটি পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হলো বন্দরনগরীর দলটি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করল দুই দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়। টানা তিন জয়ের পর টানা দুই ম্যাচ পয়েন্ট ভাগাভাগি করল আবাহনী। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট মারিও লেমোসের দলের। সমান ম্যাচে ৭ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর।
দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারত চট্টগ্রাম আবাহনী। মনির আলম বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন চিনেডু ম্যাথিউয়ের উদ্দেশে। নাইজেরিয়ান ফরোয়ার্ডের প্লেসিং শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।
চার মিনিট পর নাসিরুল ইসলামের কাট ব্যকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মের শট ক্রসবারের উপর দিয়ে গেলে আরেকটি সুযোগ নষ্ট হয় বন্দরনগরীর দলটির।
২১তম মিনিটে মামুনুল ইসলামের ফ্রি কিকে ফ্রান্সিসকো রদ্রিগেজ দে সৌজা ফিলহোর হেড ফেরান গোলরক্ষক মাজহারুল ইসলাম হীমেল। অবশ্য দশ মিনিট পরই ফিলহোর স্পট কিকে গোলের অপেক্ষা ফুরোয় আগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ড্র করা আবাহনীর। বক্সে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ফাউল করেছিলেন শাকের উল্লাহ।
৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারত আবাহনী। কিন্তু রায়হান হাসানের লম্বা থ্রো ইন হীমেলের গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর হেড নিতে পারেননি সোহেল রানা। পাঁচ মিনিট পর দলটির হাইতিয়ান ফরোয়ার্ড কেরভেন্স ফিলস বেলফোর্টের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।
প্রথমার্ধের যোগ করা সময়ে সমতার স্বস্তি ফিরে আগের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে আসা চট্টগ্রাম আবাহনীর শিবিরে। রাকিব হোসেনের হেড টুটুল হোসেন বাদশার হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। লক্ষ্যভেদ করেন গুইলের্মে।
৬২তম মিনিটে জুয়েল রানাকে ডি-বক্সের একটু উপরে মঞ্জুরুর রহমান মানিক ফাউল করলে ফ্রি কিক পায় আবাহনী। কিন্তু ফিলহোর পারেননি দলকে এগিয়ে নিতে।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে ডি-বক্সে বলের নিয়ন্ত্রণ নিয়ে চার্লস দিদিয়েরের সঙ্গে নাসির উদ্দিন চৌধুরির একটু সংঘর্ষ হলে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। গুইলের্মের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ফেরান শহীদুল আলম সোহেল।
যোগ করা সময়ে ওয়ান টু ওয়ান পজিশনে রাকিব শট নেওয়ার আগেই দ্রুত ছুটে এসে স্লাইড করে আবারও আবাহনীর ত্রাতা সোহেল।
দিনের অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে সোমবার ৪-১ গোলে জেতা বসুন্ধরা কিংস টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। পাঁচ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া মোহামেডানের পয়েন্ট ৫।
-
যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে দলে টানল আর্সেনাল
-
মানের জীবনবোধ: প্রাসাদ-বিলাসবহুল গাড়ি কী কাজে আসবে?
-
তিনবার পোস্ট পথ আগলে দাঁড়ালেও জিতল মোহামেডান
-
‘ভাগ্যের জোরে পিএসজি-চেলসি-সিটিকে হারিয়েছে রিয়াল’
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’