‘বার্সা ও মেসির ক্ষতি করতে চুক্তি ফাঁস’

লিওনেল মেসির চুক্তি ফাঁসের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রোনাল্ড কুমান। প্রশ্ন তুলেছেন এর উদ্দেশ্য নিয়ে। বার্সেলোনা কোচের মতে, ক্লাব ও মেসির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটা প্রয়াস এটি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2021, 05:47 AM
Updated : 1 Feb 2021, 05:47 AM

২০১৭ সালে সবশেষ বার্সেলোনার সঙ্গে চুক্তি করেন মেসি। এর মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। এল মুন্দোর প্রতিবেদন অনুযায়ী, চার বছর মেয়াদী এই চুক্তির মোট অঙ্ক প্রায় ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো।

এর মানে, ২০১৭ সাল থেকে প্রতি মৌসুমে ক্লাব থেকে মেসির আয় ১৩ কোটি ৮০ লাখ ইউরো। 

আথলেতিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে উঠে আসার পর কুমান জানান, ক্ষতি করা ছাড়া আর কোনো লক্ষ্য এই চুক্তি ফাঁসের ঘটনায় তিনি দেখছেন না।

“গণমাধ্যমে যা এসেছে, সেটি ক্ষতি করার বাজে উদ্দেশ্য নিয়েই এসেছে। স্প্যানিশ ফুটবল ও নিজের ক্লাবের জন্য অনেক কিছু করা এক খেলোয়াড়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্য নিয়ে তা করা হয়েছে।”

“গণমাধ্যমে মেসির চুক্তির তথ্য কীভাবে এলো সেটা আমাদের বের করতে হবে। এই ধরনের ব্যাপারগুলো বাইরে আসতে পারে না। কেউ কেউ আছে যারা আমাদের ক্ষতি করতে চায়। বার্সেলোনা ও মেসির ক্ষতির লক্ষ্যে এই চুক্তি ফাঁস করা হয়েছে।”

এই ঘটনায় ক্লাবের কেউ জড়িত থাকলে কাম্প নউয়ে তার ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন কুমান।

“ক্লাবের কেউ এর সঙ্গে জড়িত হয়ে থাকলে তা খুব খারাপ হয়েছে। ক্লাবের ভেতরের কেউ এটা ফাঁস করে থাকলে এখানে তার কোনো ভবিষ্যত নেই।” 

বিলবাওয়ের বিপক্ষে রোববার রাতের জয়ে দারুণ ফ্রি কিক থেকে দলের প্রথম গোলটি করেন মেসি। বার্সেলোনা কোচ জানান, এল মুন্দোর প্রতিবেদনের জন্য বাড়তি কোনো অনুপ্রেরণা ছিল না আর্জেন্টাইন তারকার।

“আমি জানি না, তারা কেন বলছে সে বার্সেলোনার সর্বনাশ করেছে… সে এখানে বছরের পর বছর ফুটবলার হিসেবে নিজের সামর্থ্য দেখিয়েছে।” 

“ওই রিপোর্টের জন্য আজ সে বাড়তি অনুপ্রাণিত ছিল না। সে ক্লাবের জন্য যা করেছে আমাদের সেটাকেই সামনে আনতে হবে। সে বার্সেলোনাকে গ্রেট ক্লাব হয়ে উঠতে সাহায্য করেছে। চুক্তি নিয়ে অর্থহীন কথা আমাদের বন্ধ করতে হবে।”