সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়

প্রথমার্ধে ছন্দহীন লিভারপুলকে স্বরূপে দেখা গেল বিরতির পর। মোহামেদ সালাহর জোড়া গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে তাদেরই মাঠে হারাল ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2021, 06:36 PM
Updated : 31 Jan 2021, 07:16 PM

লন্ডন স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ দিকে তাদের অন্য গোলটি করেন জর্জিনিয়ো ভেইনালডাম। ওয়েস্ট হ্যামের একমাত্র গোলটি ক্রেইগ ডসনের।

পাঁচ ম্যাচ পর গত বৃহস্পতিবার টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল লিভারপুল। টানা দুই জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যানফিল্ডের দলটি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

চোটের কারণে লিভারপুল দলে ছিলেন না সাদিও মানে, একাদশের বাইরে ছিলেন রবের্তো ফিরমিনো। আক্রমণভাগে সালাহর সঙ্গী ছিলেন জেরদান শাচিরি ও দিভোক ওরিগি।

শুরু থেকে বলের দখল রেখে আক্রমণে ওঠার চেষ্টায় থাকা লিভারপুল বেশ কয়েকবার নেয় লক্ষ্যভ্রষ্ট শট। তবে প্রথমার্ধে কোনো গোলরক্ষককেই তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি।

গোলের পর জর্ডান হেন্ডারসন ও মোহামেদ সালাহর উদযাপন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে সফরকারীরা। বেশ কয়েকবার ব্যর্থ আক্রমণের পর অবশেষে ৫৭তম মিনিটে মেলে জালের দেখা। কার্টিস জোন্সের বড়ানো বল নিয়ে ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি উঁচু শটে লক্ষ্যভেদ করেন সালাহ।

৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিশরীয় ফরোয়ার্ড। শাকিরির পাস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের ফ্লিকে গোলরক্ষককে পরাস্ত করেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতা সালাহ। লিগে ছয় ম্যাচ পর জালের দেখা পেলেন তিনি। আসরে তার গোল হলো ১৫টি।

৮৪তম মিনিটে ফিরমিনোর বাড়ানো বল ডি-বক্সের মাঝে পেয়ে ডান পায়ের শটে সহজেই লক্ষ্যভেদ করেন প্রিমিয়ার লিগে ২০০তম ম্যাচ খেলতে নামা ভেইনালডাম।

তিন মিনিট পর সান্ত্বনাসূচক গোলটি করে ওয়েস্ট হ্যাম।

২১ ম্যাচে ১১ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৪০। চার ম্যাচ পর হারের তেতো স্বাদ পাওয়া ওয়েস্ট হ্যাম ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচে।

সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা সিটির পয়েন্ট ২০ ম্যাচে ৪৪।