জয়ে ফিরল সাইফ স্পোর্টিং

পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল সাইফ স্পোর্টিং। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে পল জোসেফ পুটের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2021, 02:10 PM
Updated : 28 Jan 2021, 02:10 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলে জিতে সাইফ স্পোর্টিং। আকবর আলি খোলদোরভের গোলে পিছিয়ে পড়ার পর এমানুয়েল আরিয়াচুকু দলকে সমতায় ফেরান। জয়সূচক গোল এনে দেন সিরোজুদ্দিন রাখমাতুল্লায়েভ।

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ড্রয়ে শুরুর পর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছিল সাইফ স্পোর্টিং। নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরেছিল সর্বশেষ ফেডারেশন কাপের রানার্সআপ হওয়া দলটি।

তিন ম্যাচে এ নিয়ে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেলো মুক্তিযোদ্ধা সংসদ। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে হেরে লিগ শুরু করা দলটি দ্বিতীয় ম্যাচে জিতেছিল আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে।

প্রথমার্ধে দুই দল প্রায় সমানে সমান লড়েছে। ২১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে সাইফ স্পোর্টিংয়ের রাখমাতুল্লায়েভের শট সরাসরি যায় গোলরক্ষক বরাবর।

চার মিনিট পর নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ। অধিনায়ক ইউসুকে কাতোর পাস ধরে মেহেদী হাসান রয়েল থ্রু পাস বাড়ান। প্লেসিং শটে জাল খুঁজে নেন উজবেকিস্তানের ফরোয়ার্ড খোলদোরভ।

সাইফ স্পোর্টিংয়ের তাবুতে সমতার স্বস্তি ফিরে ৩৫তম মিনিটে। রহমত মিয়ার ফ্রি কিকে নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল আরিয়াচুকু হেডে লক্ষ্যভেদ করেন।

প্রতিআক্রমণ থেকে ৭২তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় মুক্তিযোদ্ধা সংসদের। বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণে উঠে গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন রয়েল।

তিন মিনিট পর জন ওকোলি বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কাট ব্যাকের পর বুলেট গতির শটে সাইফ স্পোর্টিংকে এগিয়ে নেন রাখমাতুল্লায়েভ। বাকিটা সময় এ গোলটিই গড়ে দেয় ব্যবধান।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার আবাহনী লিমিটেডে ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচটি ২-২ ড্র হয়েছে। চার ম্যাচে ১০ পয়েন্ট আবাহনীর; ৫ পয়েন্ট মোহামেডানের।

দিনের অন্য ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-০ গোলে জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে শেখ রাসেলের পয়েন্ট ১০। চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৬।