টুখেলের অভিষেকে চেলসির নিষ্প্রাণ ড্র
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2021 02:05 AM BdST Updated: 28 Jan 2021 08:10 AM BdST
নতুন কোচের হাত ধরেও ভাগ্য বদলালো না চেলসির। ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া দলটি এবার ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে হোঁচট খেয়েছে।
স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার লিগ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। গত মাসে লিগে প্রথম দেখায় উলভারহ্যাম্পটনের মাঠে ২-১ গোলে হেরেছিল চেলসি।
এই ম্যাচ দিয়ে লন্ডনের ক্লাবটিতে শুরু হলো টমাস টুখেল অধ্যায়। ব্যর্থতার দায়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে গত সোমবার বরখাস্ত করার পরদিন এই জার্মান কোচকে নিয়োগ দেয় চেলসি।
আসরে এই নিয়ে শেষ নয় ম্যাচের সাতটিতেই পয়েন্ট হারাল সবশেষ ২০১৬-১৭ মৌসুমে লিগ শিরোপা জেতা দলটি, দুই ড্র ও পাঁচ হার। গত রাউন্ডে লেস্টার সিটির মাঠে তারা হেরেছিল ২-০ ব্যবধানে।
জয়ে ফেরার লক্ষ্যে প্রথমার্ধে চেলসি ৭৯ শতাংশ সময় বল দখলে রাখলেও প্রতিপক্ষ গোলরক্ষকের সেভাবে পরীক্ষাই নিতে পারেনি। আন্টোনিও রুডিগারের হেড সহজেই ফেরান রুই পাত্রিসিও।
৬১তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পান বেন চিলওয়েল। ডি-বক্সে কাই হার্ভাটজের পাসে বল পেয়ে উড়িয়ে মেরে হতাশ করেন ইংলিশ ডিফেন্ডার।
এর নয় মিনিট পর অল্পের জন্য গোল পায়নি উলভারহ্যাম্পটন। দানিয়েল পোদেন্সের পাস ধরে পেদ্রো নেতোর চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পড়ে ক্রসবারের উপরে।
শেষ দিকে ক্যালাম হাডসন-ওডোইয়ের জোরালো শট গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালে ড্রয়ের হতাশায় মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
২০ ম্যাচে আট জয় ও ছয় ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে চেলসি। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উলভারহ্যাম্পটন।
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
- ‘গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়নি’
- ৩০ মার্চ খুলবে স্কুল-কলেজ
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়