টঙ্গীতে ব্রাদার্স-উত্তর বারিধারা রোমাঞ্চকর ড্র
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2021 06:11 PM BdST Updated: 27 Jan 2021 06:11 PM BdST
-
বল দখলের লড়াইয়ে উত্তর বারিধারা ও ব্রাদার্স ইউনিয়নের দুই ফুটবলার।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম এতদিন ছিল আর্চারির আতুড় ঘর। এ আঙিনাতেই রোমান সানারা অনুশীলন সেরেছেন বছর জুড়ে। এই প্রথম প্রিমিয়ার লিগের খেলা হলো এ স্টেডিয়ামে। ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারার রোমাঞ্চকর লড়াই উপভোগ করেছেন ফুটবলপ্রেমীরা।
টঙ্গীতে বুধবার ব্রাদার্স ও উত্তর বারিধারার ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে। তিনবার এগিয়ে যায় ব্রাদার্স। তিনবারই সমতায় ফেরে উত্তর বারিধারা। এ ড্রয়ে পয়েন্টের খাতা খুলল দুই দল।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬১তম মিনিটে শফিকুল ইসলাম শফির কোনাকুনি শটে এগিয়ে যায় আগের তিন লিগ ম্যাচ হেরে আসা ব্রাদার্স। ৭৪তম মিনিটে অধিনায়ক সুমন রেজার গোলে সমতায় ফেরে উত্তর বারিধারা।
৮৫তম মিনিটে উজবেকিস্তানের ডিফেন্ডার ফুরকাত জনের শটে ফের এগিয়ে যায় ব্রাদার্স। দুই মিনিট পর উজবেকিস্তানের আরেক মিডফিল্ডার ইভজেনির গোলে সমতায় ফেরে উত্তর বারিধারা।
৮৮তম মিনিটে স্যামসন ইলিয়াসুর গোলে জয়ের আশা জেগেছিল ব্রাদার্সের। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জুয়েল মল্লিক লক্ষ্যভেদ করলে ড্রয়ে শেষ হয় ম্যাচ। পয়েন্ট পাওয়ার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে আগের দুই ম্যাচ হেরে আসা উত্তর বারিধারা।
অন্য ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর জোবের হ্যাটট্রিকে আরামবাগ ক্রীড়া সংঘকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এ নিয়ে চলতি লিগে টানা তিন ম্যাচ জিতল শফিকুল ইসলাম মানিকের দল।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ